শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
‘অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না: এসিল্যান্ডদের ভূমিমন্ত্রী

‘অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না: এসিল্যান্ডদের ভূমিমন্ত্রী

মতিহার বার্তা ডেস্ক : এসিল্যান্ডদের (সহকারী কমিশনার-ভূমি) উদ্দেশে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনাদের কর্মকাণ্ডের ওপর আমার সর্বোপরি সরকারের ভাবমূর্তি নির্ভর করছে। আপনারা জনগণকে হয়রানি করবেন না। আমি চাইব না এমন কোনো কিছু আপনারা করেন, যেন আমাদের অন্য চিন্তা করতে হয়।’

রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার (১ এপ্রিল) দুই সপ্তাহব্যাপী ৯ম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসিল্যান্ডদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, জনগণ এ দেশের মালিক, এজন্যই দেশের পূর্ণ নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’। জনগণকেই যদি হয়রানি করা হয় তাহলে নামের কী আর সার্থকতা থাকল! আমি আশা করব আপনারা যে দায়িত্বে আছেন তা ভালোভাবে পালন করবেন। এর সঙ্গে জনদুর্ভোগ কমানোর জন্য নিজ উদ্যোগেও কাজ করবেন। আপনারা নতুন নতুন চিন্তা করবেন কীভাবে সেবার মান বাড়ানো যায়। আমি আশা করব ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি আপনারা বাড়াবেন।

মন্ত্রী জানান, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের কাজ এগিয়ে চলছে। ভূমি সম্পর্কে জনগণকে সচেতন করতে আগামী ১০ এপ্রিল সারাদেশে ভূমি সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা পালন করা হবে। তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে ভূমি বিষয়ে সচেতনতা যেন বৃদ্ধি পায় এজন্য ভূমিমন্ত্রী এসিল্যান্ডদের ভালোভাবে কাজ করার নির্দেশনা দেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘আসলে লক্ষ্য একটাই, মানুষের হয়রানি বন্ধ করতে হবে। এজন্য সবার মাইন্ডসেট বদলাতে হবে। বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আপনাদেরও পরিবর্তন হতে হবে। আপনারা নতুন প্রজন্মের চিন্তা চেতনার। সুতরাং নতুন প্রজন্মের চিন্তা করবেন। প্রয়োজনে সপ্তাহে কিংবা মাসে একদিন গণশুনানি করবেন। মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা রূপকল্প-২০২১ এর লক্ষ্য অর্জন করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে। ভালোভাবে কাজ করতে পারলে ২০৪১ সালে ইনশাআল্লাহ আমরা উন্নত এবং সমৃদ্ধ দেশে পরিণত হব।সুত্র:জাগো নিউজ

মতিহার বার্তা ডট কম ০১ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply