রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধ

রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধ

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান অভিযান পরিচালনা করেন। এসময় পুকুর খনন কাজে জড়িত জালাল উদ্দিন নামের একজনকে আটক করা হয়। তিনি ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকগাছি ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার কাছে ১ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

এছাড়াও খনন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও স্কেবেটর অকেজো করা হয়।

মতিহার বার্তা ডট কম ০৩ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply