শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাজধানীতে হাসপাতালে আগ্নিকাণ্ড

রাজধানীতে হাসপাতালে আগ্নিকাণ্ড

মতিহার বার্তা ডেস্ক : রাজধানীর ওয়ারীতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বুধবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৮টার দিয়ে এই আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর ফরহাদ বলেন, ‘আমরা আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আমরা পাঠিয়েছি।’

এ বিষয়ে সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অগ্নিকাণ্ডের বিষয়টি অস্বীকার করেন। তারা জানান এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এটা ভুয়া সংবাদ। কে বা কারা এ ধরণের সংবাদ ছড়িয়েছে আমরা জানিনা।

এর আগে, রাজধানীর নিউমার্কেট সংলগ্ন গাউছিলা মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১ এপ্রিল) মধ্যরাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

মার্কেটের দ্বিতীয় তলার একটা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলার রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মার্কেট বন্ধ থাকায় কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

উল্লেখ্য, এর আগে রোববার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-১ এর ইমপ্রেস টাওয়ারের নিচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সে সময় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভে জানান, সকাল ১০টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ইমপ্রেস টাওয়ারের রানা মেমোরিয়াল ডেন্টালের ডা. রীমা সুলতানা বিডি২৪লাইভকে বলেন, সকালে টাওয়ারের একটি পান-সিগারেটের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ওই দোকান ছাড়া অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সুত্র :বিডি ২৪

মতিহার বার্তা ডট কম ০৩ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply