শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
রাজশাহীতে যুবকের হাত-পায়ের রগ কর্তন: অপরাধ না করেও মামলার ২ নং আসামি !

রাজশাহীতে যুবকের হাত-পায়ের রগ কর্তন: অপরাধ না করেও মামলার ২ নং আসামি !

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে হাত-পায়ের রগ কেটে এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।গত বুধবার ২৭ মার্চ সন্ধ্যার দিকে নগরীর ছোট বনগ্রাম এলাকার পশের একটি পেপে বাগানে দুর্বৃত্তদের হামলায় আহত মো: রানাকে (১৮) স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় রানার বাবা আজিজুল ইসলাম বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ্য করে গত ২৮ মার্চ চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন। এই দিকে এজাহারভুক্ত ২ নং আসামি সবুজ দাবি করেন এঘটনার সাথে তিনি জড়িত নন ।

তিনি বলেন, গত ২৭ মার্চ বুধবার আমি ঘটনার দিন সন্ধ্যা থেকে নগরীর রাজপাড়া থানায় অবস্থান করছিলাম, কারন ছোট ভাই হোসাইন এর মোটর সাইকেল অটকের বিষয়ে কথা বলার জন্য।কে বা কাহারা উস্কানি দিয়ে অহত রানার বাবা আজিজুল ইসলাম কে ভুল বুঝিয়ে আমার নামে মিথ্যা মামলা করিয়েছে । এমনটাই দাবি করেন সবুজ ।

অপর দিকে অহত রানা মতিহার বার্তাকে জানান এবং শিকার করে বলেন, সবুজ  একজন ভালো ছেলে আমি তাকে চিনি এবং জানি। ঘটনাস্থলে সবুজ ছিলো না। এবং এ ঘটনায় সবুজ জরিত না। যে সময় থানায় মামলা রুজু হয় সে সময় আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধিন ছিলাম। কেউ উদ্দেশ্য করে আমার বাবাকে ভুল বুঝিয়ে মামলায় তার নাম অন্তরর্ভুক্ত করেছে। আমি বিজ্ঞ আদালতেও এমন বক্তব্য তুলে ধরবো।

তিনি আরোও বলেন,আমাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য, গাংপাড়া এলাকার মোহন, জাহাঙ্গীর,মিঠু, বাপ্পি, তামিম ও ছোট বনগ্রাম এলাকার টুটুল, ভোদলসহ আরো অজ্ঞাত ২/৩ জন ছুরি,চাপাতি, কাটার ও পাইপ নিয়ে আমার ওপর হামলা চালায়।

সবুজের অনাকাংখিত মামলার বিষয়ে গাংপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ টিটু,রেজা ও সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, এটি একটি পরিকল্পিত মিথ্যা মামলা আমরা তাকে ব্যক্তিগত ভাবে চিনি, সবুজ এ ঘটনার সাথে জরিত না, অপরাধ না করে একজন ভালো ছেলেকে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় আমরা তিব্র নিন্দা ও  প্রতিবাদ জানাচ্ছি। এবং সুষ্ঠ তদন্ত করে এ নাটকিয় মামলা থেকে অব্যাহত দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, এ ঘটনার সাথে সবুজ জরিত না থাকলে বিষয়টি তদন্ত সাপেক্ষে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

মতিহার বার্তা ডট কম ০৪ এপ্রিল ২০১৯

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply