শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
বিপুল পরিমাণ ইয়াবা সহ কলকাতায় গ্রেফতার বাংলাদেশি নাগরিক

বিপুল পরিমাণ ইয়াবা সহ কলকাতায় গ্রেফতার বাংলাদেশি নাগরিক

এসএম বিশাল : ভারতের কলকাতায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম তাপস আহমেদ। বুধবার রাতের দিকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের একটি দল। তাপস অহমেদ ঢাকার হাজারিবাগ এলাকার বাসিন্দা।

লালবাজারের পক্ষ থেকে জানা গেছে বুধবার রাত ১১টা দিকে অভিযান চালিয়ে মধ্য কলকাতার কলিন লেন এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৪০ গ্রাম ওজনের মোট ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মুল্য ভারতীয় মুদ্রায় ৮০ হাজার টাকা।

এ বিষয়ে আরো জানা গেছে তাপস গত কয়েক বছর ধরে সে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় বসবাস করছিল। ভারতে বাস করার জন্য কোনও বৈধ কাগজপত্র তার ছিল না বলে জানিয়েছেন যুগ্ম নগরপাল(ক্রাইম) প্রবীণ ত্রিপাঠী।

ফ্রি স্কুল স্ট্রিট লাগোয়া এলাকায় হোটেল বা লজগুলিতে বহু বাংলাদেশিরা থাকেন। অন্যান্য দেসের নাগরিকেদেরকেও ওই এলাকায় থাকতে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই সকল এলাকায় ইয়াবার কারবার করতো ধৃত তাপস আহমেদ। ফ্রি স্কুল স্ট্রিট এবং লাগোয়া মারকুইস স্ট্রিট এলাকায় ইয়াবা বিক্রি চলছে এবং তা ক্রমশ বাড়ছে বলে খবর পায় পুলিশ।

যুগ্ম নগরপাল আরও জানিয়েছেন যে ইয়াবা সাধারণত বাংলাদেশ থেকেই ভারতে পাচার করা হয়। মায়ানমার থেকে পাচার হওয়া ইয়াবা ঢাকা হয়ে কলকাতায় এসেছিল বলে জেরায় জানিয়েছে ধৃত তাপস। প্রবীণ ত্রিপাঠী বলেছেন, “ফ্রি স্কুল স্ট্রিট এলাকার হটেল-লজগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়া ইয়াবা বিক্রি করা হচ্ছে বলে খবর মিলেছে। ওই সকল হোটেল এবং লজের কর্মীরা এই কারবারের সঙ্গে যুক্ত। আমরা তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছি।” এই ইয়াবা পাচারচক্রের মুলহোতার খোঁজে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন যুগ্ম নগরপাল।

ধৃত তাপস আহমেদের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক এবং বিদেশি নাগরিক আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মতিহার বার্তা ডট কম  ০৪ এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply