শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
ডার্ক ওয়েবে চলছিল দেহব্যবসার কাজ:

ডার্ক ওয়েবে চলছিল দেহব্যবসার কাজ:

মতিহার বার্তা ডেস্ক : ফের দেহব্যবসার কাজে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে দুজনকে গ্রেফতার করল পুলিশ৷ মূলত ডার্ক ওয়েবেই চলছিল এই দেহব্যবসার কাজ৷ এই বিষয়ে খবর পেয়ে বছর ৩৫-এর ইভান সাইরিল পিন্টো নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷ সে ম্যাঙ্গালুরুর বানতওয়ালের মোদানকাপুর বাসিন্দা৷ ইয়েইয়াড়ির বাসিন্দা বছর ৩১-এর সতীশ আচার্য্যকেও গ্রেফতার করা হয়৷ ধৃতদের থেকে মোবাইল ফোন এবং ২৩,৫০০টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, খবর পেয়ে পুলিশ নানথুরের কাছে একটি অ্য়যাপার্টমেন্টে হানা দেয় মঙ্গলবার৷ প্রস্টিটিউশন নেটওয়ার্কে বিভিন্ন রাজ্যের মহিলাদের ছবি দিয়ে ডার্ক ওয়েবের মাদ্যমে চলত লেনদেনের কাজ৷ তিন কিশোরীকেও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে৷

অন্যদিকে, এরইমধ্যে হায়দরাবাদের এসআর নগর এবং পাঞ্জাগুট্টা এলাকার ঘটনা৷ ৫ উজবেকিস্তানের মহিলা এবং ২ জন ভারতীয় মহিলাকে উদ্ধার করেছে পুলিশ৷ এএনআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পাঞ্জাগুট্টা ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানান, মঙ্গলবার পুলিশ এই দেহব্যবসার কাজে জড়িত থাকায় আরও চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ এসআরনগর পুলিশ আধিকারিকরা দুটি হোটেলে হানা দিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করে৷ সেই সঙ্গে উদ্ধার হয় আরও ২ মহিলা৷ তাদের হোমে পাঠানো হয়েছে৷ নাগপুরেও একই ধরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে৷

গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে হানা দেয় পুলিশ৷ আশিস টাওয়ার বিল্ডিংয়ের এএকটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার করে মহিলাদের৷ দারিদ্রের সুযোগ নিয়েই মহিলাদের জোর করে দেহব্যবসার কাজে নামানো হয়েছিল বলে যায়৷ ভিকি দেবানন্দ খোবরাগাগড়ে এবং রুপেশ গৌতম ঠাকুর নামে দুজনকে গ্রেফতার করা হলেও, পালিয়ে যায় স্বপ্নিল গুপ্তা নামে এক অভিযুক্ত৷

মতিহার বার্তা ডট কম ০৫ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply