শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
ডার্ক ওয়েবে চলছিল দেহব্যবসার কাজ:

ডার্ক ওয়েবে চলছিল দেহব্যবসার কাজ:

মতিহার বার্তা ডেস্ক : ফের দেহব্যবসার কাজে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে দুজনকে গ্রেফতার করল পুলিশ৷ মূলত ডার্ক ওয়েবেই চলছিল এই দেহব্যবসার কাজ৷ এই বিষয়ে খবর পেয়ে বছর ৩৫-এর ইভান সাইরিল পিন্টো নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷ সে ম্যাঙ্গালুরুর বানতওয়ালের মোদানকাপুর বাসিন্দা৷ ইয়েইয়াড়ির বাসিন্দা বছর ৩১-এর সতীশ আচার্য্যকেও গ্রেফতার করা হয়৷ ধৃতদের থেকে মোবাইল ফোন এবং ২৩,৫০০টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, খবর পেয়ে পুলিশ নানথুরের কাছে একটি অ্য়যাপার্টমেন্টে হানা দেয় মঙ্গলবার৷ প্রস্টিটিউশন নেটওয়ার্কে বিভিন্ন রাজ্যের মহিলাদের ছবি দিয়ে ডার্ক ওয়েবের মাদ্যমে চলত লেনদেনের কাজ৷ তিন কিশোরীকেও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে৷

অন্যদিকে, এরইমধ্যে হায়দরাবাদের এসআর নগর এবং পাঞ্জাগুট্টা এলাকার ঘটনা৷ ৫ উজবেকিস্তানের মহিলা এবং ২ জন ভারতীয় মহিলাকে উদ্ধার করেছে পুলিশ৷ এএনআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পাঞ্জাগুট্টা ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানান, মঙ্গলবার পুলিশ এই দেহব্যবসার কাজে জড়িত থাকায় আরও চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ এসআরনগর পুলিশ আধিকারিকরা দুটি হোটেলে হানা দিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করে৷ সেই সঙ্গে উদ্ধার হয় আরও ২ মহিলা৷ তাদের হোমে পাঠানো হয়েছে৷ নাগপুরেও একই ধরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে৷

গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে হানা দেয় পুলিশ৷ আশিস টাওয়ার বিল্ডিংয়ের এএকটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার করে মহিলাদের৷ দারিদ্রের সুযোগ নিয়েই মহিলাদের জোর করে দেহব্যবসার কাজে নামানো হয়েছিল বলে যায়৷ ভিকি দেবানন্দ খোবরাগাগড়ে এবং রুপেশ গৌতম ঠাকুর নামে দুজনকে গ্রেফতার করা হলেও, পালিয়ে যায় স্বপ্নিল গুপ্তা নামে এক অভিযুক্ত৷

মতিহার বার্তা ডট কম ০৫ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply