নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কর্মস্থল থেকে বিদায় নিলেন পুলিশের দুই কর্মকর্তা। এরা হলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন (বিপিএম-বার, পিপিএম) এবং এ্যাডিশনাল ডিআইজি, প্রশাসন ও অর্থ (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মাসুদুর রহমান ভূঞা।
সম্প্রতি তাদের বদলির আদেশ জারি হয়।
বুধবার দুপুরে রাজশাহী পুলিশ লাইন্স সভা কক্ষে তাদের দুইজনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ (বিপিএম, পিপিএম)।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
মতিহার বার্তা ডট কম ১০ এপ্রিল ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.