মেয়েদের মসজিদে প্রবেশাধিকারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম দম্পতি

মেয়েদের মসজিদে প্রবেশাধিকারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মসজিদে মেয়েদের প্রবেশাধিকার দেওয়া হোক। এই অবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন এক মুসলিম দম্পতি। আদালত স্থির করেছে, এই আবেদনের ওপরে শুনানি হবে মঙ্গলবার।

গত বছর কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ে অনুপ্রাণিত হয়ে সর্বোচ্চ আদালতে গিয়েছেন ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে। তাঁরা মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁরা কোর্টে আবেদন জানিয়ে বলেছেন, মহিলাদের মসজিদে ঢুকতে না দেওয়ার প্রথা বেআইনি ও অসাংবিধানিক। তা সংবিধানের ১৪, ১৫ ২১, ২৫ ও ২৯ নম্বর ধারার বিরোধী।

একইসঙ্গে ওই দম্পতির দাবি, কোরাণে কোথাও লেখা নেই, মহিলারা মসজিদে প্রবেশ করতে পারবেন না। প্রফেট মহম্মদও মসজিদে মহিলাদের প্রবেশের বিরোধিতা করেননি। সুত্র: দি ওয়াল

মতিহার বার্তা ডট কম ১৫ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply