শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ফোনের চার্জ, নেটপ্যাক শেষ হয়ে যাচ্ছে সময়ের আগেই? কোন ধরনের অ্যাপ সমস্যা বাড়াচ্ছে?

ফোনের চার্জ, নেটপ্যাক শেষ হয়ে যাচ্ছে সময়ের আগেই? কোন ধরনের অ্যাপ সমস্যা বাড়াচ্ছে?

ফোনের চার্জ, নেটপ্যাক শেষ হয়ে যাচ্ছে সময়ের আগেই? কোন ধরনের অ্যাপ সমস্যা বাড়াচ্ছে?
ফোনের চার্জ, নেটপ্যাক শেষ হয়ে যাচ্ছে সময়ের আগেই? কোন ধরনের অ্যাপ সমস্যা বাড়াচ্ছে?

মিজানুর রহমান: ‘গুগল’-এর তরফে জানানো হয়েছে, ফোনের ব্যাটারি এবং ডেটা শেষ হওয়ার জন্য দায়ী ‘জয়কোড’, ‘কারেন্সি কনভার্টার’, ‘হাই-স্পিড ক্যামেরা’, ‘ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার’-এর মতো ১৬টি অ্যাপ্লিকেশন।

ব্যাটারিতে যাতে অনেক দিন পর্যন্ত চার্জ থাকে, তাই বেশি দাম দিয়ে, বেশি ‘এমএএইচ’ সম্পন্ন ফোন কিনেছেন। কিন্তু খুব প্রয়োজনে কাউকে ফোন করতে গিয়ে দেখলেন ফোন বন্ধ হয়ে পড়ে আছে। প্রতিদিন দু’-তিন বার করে চার্জ দেওয়া সত্ত্বেও ফোনে চার্জ থাকছে না। আবার তেমন ভাবেই নির্ধারিত সময়ের আগেই ডেটা শেষ হয়ে যাচ্ছে। অথচ সকাল থেকে একটি বারের জন্য নিজের নেটমাধ্যমের পাতাটিও উল্টে দেখতে পারেননি।

‘গুগল’-এর তরফে জানানো হয়েছে, ফোনের ব্যাটারি এবং ডেটা শেষ হওয়ার জন্য দায়ী ‘জয়কোড’, ‘কারেন্সি কনভার্টার’, ‘হাই-স্পিড ক্যামেরা’, ‘স্মার্ট টাস্ক ম্যানেজার’, ‘ফ্ল্যাশলাইট প্লাস’, ‘কে-ডিক্সেনারি’, ‘কুইক নোট’, ‘ইজ়েড নোটস’, ‘ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার’-এর মতো ১৬টি অ্যাপ্লিকেশন।

শুধু তা-ই নয়, ওই অ্যাপগুলির বিরুদ্ধে অবৈধ ভাবে গ্রাহকদের তথ্য ফাঁস করা থেকে টাকা নেওয়া, নানা রকম অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই দু’লক্ষ গ্রাহকের ফোনে ডাউনলোড করা হয়েছে এই অ্যাপগুলি। ভবিষ্যতে আর ‘প্লে স্টোর’ থেকে যাতে কোনও ভাবেই অ্যাপগুলি ডাউনলোড করা না যায়, তাই পাকাপাকি ভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে এমন অনেকগুলি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল অ্যাপ নিয়ামক সংস্থা ‘গুগল’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply