নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শিরোইল রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর শিরোইল স্টেশনের মেইন গেটের দক্ষিন পাশে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
রাজশাহী রেলওয়ে থানার এসআই আসলাম জানায়, স্টেশনের মেইন গেটের দক্ষিন পাশে লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম ঠিকানা জানা যায়নি।
উদ্ধারকৃত ব্যক্তির বয়স অনুমানিক ৪৮ বছর, তাঁর গায়ের রং কালো, উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি, তার গায়ে সাদা পাঞ্জাবি ও পরনে জিন্সের প্যান্ট ছিল।
তিনি আরো বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশটি আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের তথ্যের বিষয়ে রাজশাহী রেলওয়ে থানায় -০১৭২২-৭৬৪৭৭৬ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানান ওই এসআই।
মতিহার বার্তা ডট কম ২০ এপ্রিল ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.