নিজেস্ব প্রতিবেদক : রাজশাহী সীমান্তে টহল পরিচালনা করে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
গতকাল রবিবার সকাল সোয়া ৮টার দিকে নগরীর কাটাখালী থানাধীন এলাকার পদ্মার চর থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পদ্মার চর বিওপি’র হাবিলদার শ্রী স্বাধীন চন্দ্র ও সঙ্গীয় ফোর্স। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার ২০ টাকা।
অপর এক অভিযানে রবিবার ভোর ৬টার দিকে রাজশাহী’র অধীনস্থ বিদিরপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ টিপু সুলতান বিপি ও সঙ্গীয় ফোর্স গোদাগাড়ী থানাধীন ফুলতলার ঘাট এলাকা থেকে ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৪ হাজার টাকা।
বিজিবি জানায়, মাদক চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ও হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল।
এদিকে, আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।
মতিহার বার্তা ডট কম ২২ এপ্রিল ২০১৯ ফাইল ফটো
Leave a Reply
You must be logged in to post a comment.