আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কা বিস্ফোরণে সন্তানহারা হলেন ডেনমার্কের সবথেকে ধনী ব্যক্তি অ্যান্ডার্স হোলচ৷ রবিবারের বিস্ফোরণে প্রাণ হারিয়েছে তাঁর সন্তানরা৷
জানা গিয়েছে, শ্রীলঙ্কায় সপরিবারে বেড়াতে গিয়েছিলেন অ্যান্ডার্স৷ ড্যানিস মিডিয়া জানিয়েছে, রবিবার ধারাবাহিক বিস্ফোরণে মারা যায় তাঁর তিন সন্তান
সোমবার অ্যান্ডার্সের ফ্যাশন সংস্থা খবরটির সত্যতা স্বীকার করে নেয়৷ তবে এর থেকে বেশি কিছু জানা যায়নি৷ বেস্টসেলার ফ্যাশন ফার্মের মালিক অ্যান্ডার্স৷ ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, স্কটল্যান্ডের মোট জমির এক শতাংশ জমি রয়েছে অ্যান্ডার্সের দখলে৷
অপরদিকে শ্রীলঙ্কা বিস্ফোরণে মৃত্যু হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি জায়ানের৷ হামলার সময় জামাই মশিরুল ছেলে জায়ানকে নিয়ে রেস্তোঁরাতে খেতে গিয়েছিলেন৷ তাতেই মৃত্যু হয় জায়ানের৷
এদিকে রবিবারের ভয়াবহ স্মৃতি উস্কে আবারও বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা৷ সোমবার রাজধানী কলম্বোর একটি চার্চের সামনে ঘটে বিস্ফোরণটি৷ এখনও অবধি কোনও হতাহতের খবর নেই৷
সোমবার ঘটনাটি ঘটেছে কলম্বোর কোটাহেনাতে৷ সেখানে একটি গির্জার বাইরে এসটিএফ বিস্ফোরক খুঁজে পায়৷ সেটি নিস্ক্রিয় করার সময় হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা৷ মুহূর্তের মধ্যেই ফিরে আসে রবিবারের আতঙ্কের ছবি৷ এরই মাঝে শ্রীলঙ্কা পুলিশ তল্লাশি চালিয়ে আরও ৮৭টি বোমা খুঁজে পেয়েছে৷ রাজধানী কলম্বোর বাস স্টেশনে সেগুলি লুকিয়ে রাখা ছিল৷ সোমবারের বিস্ফোরণটি সেখানেই হয়৷
শ্রীলঙ্কা জুড়ে জারি ধরপাকড়৷ রবিবারের ধারাবাহিক বিস্ফোরণে ২৯০ জন মানুষের মৃত্যু হয়েছে৷ আহত ৫০০র বেশি৷ কোনও সংগঠন এখনও অবধি ঘটনার দায় স্বীকার করেনি৷ তবে শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, এই হামলার পিছনে হাত রয়েছে কট্টর ইসলামিক সংগঠন এনটিজের৷ আন্তর্জাতিক কোনও সংগঠনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি৷
মতিহার বার্তা ডট কম ২২ এপ্রিল ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.