শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালিত রাজশাহী কেন্দ্রীয় কারাগারে

ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালিত রাজশাহী কেন্দ্রীয় কারাগারে

নিজেস্ব প্রতিবেদক : রাজশাহী কারাগারে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস আজ বুধবার। দিবসটি উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকুর নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে সংক্ষিপ্ত সভা করা হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ডে কমিউনিস্ট-বিপ্লবীরা লড়াই করতে করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন। এই বীর শহীদরা তরুণ প্রজন্মের জন্য আগামীর সংগ্রামে অফুরন্ত প্রেরণার উৎস। তারাই বর্তমান প্রজন্মের বিপ্লবীদের মানবিক ও সমাজতান্ত্রিক সমাজ-রাষ্ট্র বিনির্মাণের লড়াই-সংগ্রামে পথ দেখিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, অ্যাড. আবু সাঈদ, আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নগর কমিটির সদস্য তৈয়বুর রহমান, আবদুর রহিম. সিরাজুর রহমান খান, আবদুল মতিনসহ ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, শ্রমিক ফেডারেশন, নারী মুক্তি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নিম্নমানের খাবার ও বন্দি নির্যাতনের প্রতিবাদে বিদ্রোহ করায় ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালায় তৎকালীন পুলিশ। তৎকালীন জেলার ইংরেজ মি. বিলের নির্দেশে চালানো হয় গুলি। এতে নিহত হন কমিউনিস্ট পার্টির কর্মী ময়মনসিংহের সুখেন্দু ভট্টাচার্য, দিনাজপুরের বলরাম সিংহ, নবাবগঞ্জের সুধীন ধর, কুষ্টিয়ার দেলোয়ার হোসেন ও হানিফ শেখ এবং খুলনার বিজন সেন ও আনোয়ার হোসেন।

মতিহার বার্তা ডট কম ২৪ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply