আগামীকাল বিরতিহীন বনলতা এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল বিরতিহীন বনলতা এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নব বধুকে যেভাবে সাজানো হয় সেভাবে সেজেছে রাজশাহী-ঢাকা বিরতিহীন বনলতা এক্সপ্রেস। আজ বুধবার রেলকর্মীরা রাজশাহী স্টেশনে ফুল ও বিভিন্ন রং এর পাতলা কাপড় দিয়ে ট্রেনটি সাজায়। এর আগে মঙ্গলবার রাতে বহুল প্রত্যাশিত বনলতা এক্সপ্রেস ইশ্বরদী স্টেশন থেকে রাজশাহী স্টেশনে আনা হয়।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন বনলতা ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন ট্রেনটিতে ভ্রমণে কোন টিকেট লাগবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহিদুল ইসলাম জানান, উদ্বোধনের সকল প্রস্তুতি ইতো মধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীতে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এদিকে, পশ্চিমাঞ্চল রেল সূত্র জানায়, বনলতায় থাকছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন বগি। এর মধ্যে শোভন চেয়ারের বগি ৭টি, যার আসন সংখ্যা ৬৬৪টি। এসি বগি ২টি, আসন সংখ্যা ১৬০টি। একটি পাওয়ার কার’র আসন সংখ্যা ১৬টি। দু’টি গার্ডব্রেকের আসন সংখ্যা ১০৮টি। ট্রেনটিতে থাকছে একটি খাওয়ার বগি। মোট আসন সংখ্যা ৯৪৮টি।

বনলতা এক্সপ্রেসের বগি নতুন হলেও ইঞ্জিন পুরাতন। ২০১৩ সালে ভারত থেকে আমদানি করা দুটি ইঞ্জিন দিয়ে চলাচল করবে ট্রেনটি। ঘন্টায় ট্রেনটির সর্ব্বোচ্চ গতিবেগ ৯০ থেকে ৯৫ কিলোমিটার।

মতিহার বার্তা ডট কম ২৪ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply