রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে নগর ভবনে পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার রিক্সা গারবেজ ভ্যান ও হুইলব্যারো মেরামত, নগরীর বিভিন্ন স্থানে ফুলের টব স্থাপন, আসন্ন পবিত্র রমজান মাসে পরিস্কার পরিচ্ছন্ন কাজের সময়সূচী প্রণয়ন, উপশহর ও বিসিক এলাকা পরিস্কারকরণ, নগরীর উচ্ছেদ অভিযান পরবর্তী উচ্ছিষ্টাংশ অপসারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় কমিটির সদস্য ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোঃ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

মতিহার বার্তা ডট কম ২৪ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply