আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা: চাম্পিয়ন রাজশাহী জেলা পুলিশ দল

আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা: চাম্পিয়ন রাজশাহী জেলা পুলিশ দল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে, রাজশাহী জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ কাবাডি চাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা পুলিশ লাইন মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।

উল্লেখ রাজশাহী রেঞ্জাধীন আন্ত জেলা কাবাডি টিম গঠনের নিমিত্তে রাজশাহী রেঞ্জের ৬ টি জেলা পুলিশের কাবাডি টিম খেলায় অংশগ্রহণ করে।

এর আগে গত ২৪ এপ্রিল এই প্রতিযোগীতার উদ্ভধোন হয়। উ্ক্ত খেলায় মোট ০৫ টি দল অংশগ্রহণ করে।

দলগুলো হলো: সিরাজগঞ্জ, নওগা, নাটোর, বগুড়া, রাজশাহী। ফাইনাল খেলায় রাজশাহী জেলা পুলিশ ও বগুড়া জেলা পুলিশের কাবাডি টিম মুখোমুখি হয়। খেলায় বিজয়ী হয় রাজশাহী জেলা পুলিশ দল। খেলা শেষে রেঞ্জ ডিআইজি খেলোয়াড় দের মাধে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে অংশগ্রহণ কারী প্রত্যকটি দলকে অভিনন্দন জানান এবং এ ধরনের খেলাধুলা ফোর্সদের অনেক বেশী উজ্জীবিত ও বিকশিত করে।

এছাড়াও ক্রীড়া চর্চা সকলকে মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখে।

মতিহার বার্তা ডট কম  ২৫ এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply