আন্তর্জাতিক ডেস্ক : নগ্ন অবস্থায় দুই সঙ্গীকে নিয়ে ঝড়ের গতিতে গাড়ি ছোটাচ্ছেন এক তরুণী। পিছনে পিছনে ধাওয়া করছে পুলিশ। প্রায় ৩৩ কিলোমিটার ধাওয়া করার পর অবশেষে ওই তরুণীদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ফ্লোরিডার।
ঠিক কী হয়েছিল?রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন ওই তিন তরুণী। তিন জনেই পুরো নগ্ন হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। তরুণীদের এই কাণ্ডের কথা পুলিশের কানে পৌঁছতেই তড়িঘড়ি তারা সেখানে হাজির হন।
এ রকম অবস্থায় কেন দাঁড়িয়ে রয়েছেন এই প্রশ্ন করায় পুলিশকে তাঁরা জানান, স্নানের পর ‘সানট্যান’ লোশন মেখে সানবাথ নিচ্ছেন! পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসা হয়।
তার পরই গাড়িতে চেপে ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। পুলিশও তাঁদের ধাওয়া করতে শুরু করে। কিছুতেই ওই তরুণীদের বাগে আনা সম্ভব হচ্ছিল বলে জানান এক পুলিশ অফিসার।
এ ভাবে ঘণ্টাখানেক ‘র্যাট অ্যান্ড ক্যাট’ রেস চলতে থাকে পুলিশ-তরুণীদের মধ্যে। একটা সময় তরুণীদের গাড়ি ওভারটেক করে তাঁদের গতিরোধ করার চেষ্টা করে পুলিশ। এক পুলিশ অফিসারের দাবি, বাধা দিতে গেলে তাঁদের এক কর্মীকে চাপা দিয়ে মারার চেষ্টাও করেন ওই তরুণীরা। তাঁদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গ্রেফতারে বাধা দেওয়া এবং অশ্লীলতার অভিযোগ এনে গ্রেফতার করে পুলিশ।
মতিহার বার্তা ডট কম ২৬ এপ্রিল ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.