শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
চলন্ত গাড়িতে তিন নগ্ন তরুণী, ধাওয়া করল পুলিশ,

চলন্ত গাড়িতে তিন নগ্ন তরুণী, ধাওয়া করল পুলিশ,

আন্তর্জাতিক ডেস্ক : নগ্ন অবস্থায় দুই সঙ্গীকে নিয়ে ঝড়ের গতিতে গাড়ি ছোটাচ্ছেন এক তরুণী। পিছনে পিছনে ধাওয়া করছে পুলিশ। প্রায় ৩৩ কিলোমিটার ধাওয়া করার পর অবশেষে ওই তরুণীদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ফ্লোরিডার।

ঠিক কী হয়েছিল?রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন ওই তিন তরুণী। তিন জনেই পুরো নগ্ন হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। তরুণীদের এই কাণ্ডের কথা পুলিশের কানে পৌঁছতেই তড়িঘড়ি তারা সেখানে হাজির হন।

এ রকম অবস্থায় কেন দাঁড়িয়ে রয়েছেন এই প্রশ্ন করায় পুলিশকে তাঁরা জানান, স্নানের পর ‘সানট্যান’ লোশন মেখে সানবাথ নিচ্ছেন! পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসা হয়।

তার পরই গাড়িতে চেপে ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। পুলিশও তাঁদের ধাওয়া করতে শুরু করে। কিছুতেই ওই তরুণীদের বাগে আনা সম্ভব হচ্ছিল বলে জানান এক পুলিশ অফিসার।

এ ভাবে ঘণ্টাখানেক ‘র‌্যাট অ্যান্ড ক্যাট’ রেস চলতে থাকে পুলিশ-তরুণীদের মধ্যে। একটা সময় তরুণীদের গাড়ি ওভারটেক করে তাঁদের গতিরোধ করার চেষ্টা করে পুলিশ। এক পুলিশ অফিসারের দাবি, বাধা দিতে গেলে তাঁদের এক কর্মীকে চাপা দিয়ে মারার চেষ্টাও করেন ওই তরুণীরা। তাঁদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গ্রেফতারে বাধা দেওয়া এবং অশ্লীলতার অভিযোগ এনে গ্রেফতার করে পুলিশ।

মতিহার বার্তা ডট কম  ২৬ এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply