বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে নেওয়ার পর শুক্রবার ভোরে গৃহবধূ মারা যান। নিহত খোদেজা বেগম (৩৮) নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের ভ্যানচালক ইন্তেজাজুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রী এক বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে স্বামী ইন্তেজাজুর চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন জেগে ওঠেন।
এ সময় ইন্তেজাজুর জানান, জানালা দিয়ে কে বা কারা ঘুমন্ত খোদেজা বেগমের পেটের নিচের দিকে ছুরিকাঘাত করেছে। রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে খোদেজা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, নিহতের স্বামী ইন্তেজাজুর রহমানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দাম্পত্য কলহের জের ধরে তিনি নিজেই স্ত্রীকে হত্যা করেছেন। পরে তার স্বীকারোক্তিতে ব্যবহৃত ছোড়া উদ্ধার করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম ২৬ এপ্রিল ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.