শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
বিএসএফ এর নির্যাতন, প্লাস দিয়ে উপড়ে নিলো বাংলাদেশী যুবকের ১০টি আঙ্গুলের নখ

বিএসএফ এর নির্যাতন, প্লাস দিয়ে উপড়ে নিলো বাংলাদেশী যুবকের ১০টি আঙ্গুলের নখ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ সাপাহার সীমান্তে এক বাংলাদেশী যুবকের হাতের আঙ্গুলের ১০টি নখ উপড়ে অমানবিক ও নির্মম নির্যাতন চালিয়েছে ভারতীয় বিএসএফ।

শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার পাতাড়ী সীমান্তের বিপরীতে ভারতের রাঙ্গামাটি ৬০বিএসএফ জোয়ানরা এ নির্যাতন চালিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যাবসায়ী সাথে উপজেলার দক্ষিন পাতাড়ী তুলশী ডাঙ্গা গ্রামের কাবির উদ্দীনের ছেলে আজিম উদ্দীন (২৮) রাখাল হিসেবে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়।

গরু নিয়ে তারা শনিবার ভোরে সীমান্তের ২৪২ আর এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের বামন গোলা থানার,রাঙ্গামাটি ক্যাম্পের ৬০বিএসএফ’র টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে।

এ সময় অন্যান্যরা গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও আজিম উদ্দীন বিএসএফ’র হাতে ধরা পড়ে। পরে তারা তাকে ভারতীয় বিএসএফ ক্যাম্প এলাকায় নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় দু’হাতের প্রত্যেকটি আঙ্গুলের উপরের অংশ (নখ) উপড়ে ফেলে এবং শারিরীক নির্যাতন করে।

এসময় আজিম উদ্দীন বিএসএফ’র অমানুষিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেললে অচেতন অবস্থায় তারা তাকে সীমান্তবর্তী পুর্ণভবা নদীর জিরো পয়েন্টে ফেলে রেখে চলে যায়।

শনিবার সকাল ৬টার দিকে আদাতলা ১৬বিজিবি’র একটি টহল দল ওই এলাকায় গেলে তারা নদীর কিনারে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে,সেখান থেকে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সকাল ১০টার দিকে আদাতলা বিজিবি সদ্যসরা আহত যুবককে সাপাহার উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে।

বিএসএফ’র নির্যাতনের শিকার আহত আজিম উদ্দীন সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছেন। আদাতলা বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের প্রস্ততি চলছে।

এ ব্যাপারে সকাল থেকে আদাতলা বিজিবি ক্যম্পের কমান্ডার সুবেদার হাবিবের সাথে ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি না হওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

তবে ১৬বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে:কর্ণেল তুহিন মোহাম্মাদ মাসুদের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। শেষে বিজিবির পক্ষ থেকে সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি সাংবাদিকদের জানান। সিল্ক সিটি।

মতিহার বার্তা ডট কম ২৭ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply