নিজেস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার দুপুর ৩ টায় এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম।
এ সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সহযোগী এনজিও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় করেন তিনি। ভিকটিম সাপোর্ট সেন্টারে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়।
এনজিও প্রতিনিধিগণের সাথে (গঙঅ) মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। আরএমপি’র পক্ষে ডিসি (সদর) জনাব মোঃ তানভীর হায়দার চৌধরী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে ভিকটিম সাপোর্ট সেন্টার ও এনজিও প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় আগামীতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতিহার বার্তা ডট কম ২৯ এপ্রিল ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.