শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
এবার টার্গেট বৌদ্ধমন্দির, হামলা চালাবে মহিলা আত্মঘাতী জঙ্গিরা

এবার টার্গেট বৌদ্ধমন্দির, হামলা চালাবে মহিলা আত্মঘাতী জঙ্গিরা

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : যে নয়জন শ্রীলঙ্কা জুড়ে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ চালিয়েছিল, তাদের মধ্যে একজন ছিল মহিলা৷ এবার নতুন করে গোয়েন্দা রিপোর্ট এসেছে প্রকাশ্যে৷ জানা গিয়েছে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে মহিলা আত্মঘাতী জঙ্গিরা৷ এবার তাদের টার্গেট বৌদ্ধ মন্দিরগুলো৷ শ্রীলঙ্কা প্রশাসনের কাছে এমনই তথ্য এসে পৌঁছেছে৷

ইতিমধ্যেই যেসব জায়গায় তল্লাশি চলেছে সেখানে বেশ কিছু সন্দেহভাজনের কাছে নারী পোশাক মিলেছে৷ এছাড়াও সাদা কাপড় মিলেছে৷ এই সব সূত্র দেখেই শ্রীলঙ্কার গোয়ান্দারা মনে করছেন এবার আত্মঘাতী জঙ্গি হিসেবে মহিলারা প্রশিক্ষণ নিচ্ছে৷ স্থানীয় জঙ্গি সংগঠন এনটিজের মহিলা জঙ্গিরা এই তালিম নিচ্ছে বলে খবর৷ সম্প্রতি শ্রীলংকা বিস্ফোরণের পর কিছু জায়গায় তল্লাশি চালিয়ে ব্লাউজ ও স্কার্ট উদ্ধার করা হয়৷

একটি সিসিটিভি ফুটেজও উদ্ধার হয়েছে যেখানে গিরিউল্লা এলাকার একটি দোকান থেকে জনা কয়েক মুসলিম মহিলাকে ৯টি সেট সাদা কাপড় ও পোশাক কিনতে দেখা গিয়েছে৷ ২৯শে মার্চের ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মুসলিম মহিলারা ২৯ হাজার শ্রীলঙ্কান টাকার কেনাকাটা করেছে৷ তারপরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণস্থল থেকে মেলে সাদা কাপড়৷

সেই কাপড়ই উদ্ধার হয় তল্লাশি চালাতে গিয়েও৷ ফলে গোয়েন্দাদের ধারণা এই মহিলারা বিস্ফোরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত৷ এই মহিলারই এবার নিশানা করেছে দেশের বৌদ্ধমন্দির গুলিকে৷ এদিকে, রবিবারই শ্রীলঙ্কায় মুসলিম মহিলাদের মুখ ঢাকার উপর জারি হয় নিষেধাজ্ঞা৷ এই নিষেধাজ্ঞা জারি করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা৷ সোমবার থেকে এই নির্দেশ কার্যকর হয় দেশজুড়ে৷

নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, দেশের সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা কোনও ভাবে বিঘ্নিত হোক সেটা কাম্য নয়৷ তাই এখন থেকে কোনওভাবে প্রকাশ্যে মুখ ঢাকা যাবে না৷ কারণ এতে কাউকে চিনতে অসুবিধা হয়৷ প্রসঙ্গত, শ্রীলঙ্কায় মোট জনসংখ্যার ১০ শতাংশ মুসলিম৷ হিন্দুদের পর মুসলিমরা এই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় সংখ্যালঘু সম্প্রদায়৷

গতকালই শ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা হামলার পরই একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, জাহরান হাশিম নামের একজন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনার দাবি, হামলার সঙ্গে জড়িত ছিল এই ব্যক্তি৷ সেও নাশকতায় মৃত৷ বিবিসি রিপোর্ট থেকে এমন খবর জানা যাচ্ছে৷

ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করে৷ নাশকতায় জড়িত সাতজনের ছবি প্রকাশ করে তারা। সেই ছবিতে জাহরান হাশিমকেও দেখা গিয়েছে। ওই সাতজনের মধ্যে ছজনের মুখ কাপড় দিয়ে ঢাকা। কিন্তু জাহরানের মুখ ঢাকা ছিল না৷ সূত্র:কলকাতা ২৪x৭

মতিহার বার্তা ডট কম  ২৯  এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply