শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
তিউনিসিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪

তিউনিসিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪

তিউনিসিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪
তিউনিসিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৩৪ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) নৌকাটি ইতালির উদ্দেশ্যে রওনা হলে শুক্রবার ভূমধ্যসাগরে (২৪ মার্চ) সেটি ডুবে যায়। তিউনিসিয়ার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তিউনিসিয়ার বন্দর নগরী স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাউজি এল-মাসমুদি বলেছেন, নৌকাটি স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানো। এই ৩৪ জনসহ এ বছর এখন পর্যন্ত তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৭ জন নিখোঁজ হলো।

সাম্প্রতিক সময়ে আফ্রিকার দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। যার ফলে নৌকাডুবিতে প্রাণহানি ও নিখোঁজ হওয়ার ঘটনাও বেড়েছে।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ অঞ্চলের সমুদ্র থেকে প্রায় সাড়ে ৭০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। তার মাত্র কয়েক ঘণ্টা আগেই তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় আরও অন্তত ৩৩ জন।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম জেবালি বলেছেন, বিগত দুই দিনে প্রায় ৫৬টি নৌকা ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। এসব নৌকা থেকে ৩ হাজারেরও অধিক অভিবাসন প্রত্যাশিকে আটক করা হয়েছে। আটককৃতদের অধিকাংশই সাব-সাহারা মরুভূমি অঞ্চলের বাসিন্দা।

জাতিসংঘের তথ্যানুসারে, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালি পৌঁছেছে তিউনিসিয়া হয়ে। ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন। তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করেছে লিবিয়া হয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply