শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
আদালত অবমাননার দায়ে রাবি উপাচার্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আদালত অবমাননার দায়ে রাবি উপাচার্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাবি প্রতিনিধিঃ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ তিন জনের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক শাহরিয়ার পারভেজ বাদী হয়ে বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, আইন বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম।

জানা যায়, গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করে আইন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে প্রেষণে আইন ও ভূমি প্রশাসন বিভাগে স্বপদে ও স্ববেতনে স্থানান্তর করা হয় এবং ২৫ এপ্রিল থেকে আগামী তিন বছরের জন্য আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়।

অন্য একটি বিভাগের শিক্ষককে আরেকটি বিভাগে সভাপতির দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আদালতের শরণাপন্ন হন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষকরা। আদালত রফিকুল ইসলামকে সভাপতি নিয়োগে ও যোগদান না করতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

কিন্তু প্রশাসন আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে রফিকুল ইসলামকে সভাপতি পদে নিয়োগ দেয়। এ ঘটনার প্রেক্ষিতে শাহরিয়ার পারভেজ আদালতে মামলা দায়ের করেন।

জানতে চাইলে মামলার বাদী শাহরিয়ার পারভেজ বলেন, ‘আদালত অবমাননা করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে মামলার আসামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

মতিহার বার্তা ডট কম  ০৩ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply