শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে অ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন এমপি বাদশা

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে অ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন এমপি বাদশা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি অ্যাম্বুলেন্স এনে দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্স ও এর চাবি হস্তান্তর করেন। হাসপাতালের পরিচালক ডা. আমীর হোসেন চাবি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুরোধ করেছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তার অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ করে। গত শুক্রবার অ্যাম্বুলেন্সটি রাজশাহী আসে। এরপরই আনুষ্ঠানিকভাবে সেটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দিলেন বাদশা।

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক ডা. আমীর হোসেন বলেন, অ্যাম্বুলেন্সটি পাওয়ায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি পেল। এটি হাজার হাজার মানুষের জীবন রক্ষা করবে। আমরা সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার কাছে কৃতজ্ঞ।

এমপি ফজলে হোসেন বাদশা বলেন, শুধু অ্যাম্বুলেন্স নয়, হাসপাতালটির সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আধুনিক যন্ত্রপাতি ও ভবন নির্মাণেরও পরিকল্পনা আছে। অচিরেই সেসব বাস্তবায়ন শুরু হবে।

অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা এলাকার একটি মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। পরে তিনি মোনাজাতে অংশ নেন।

মতিহার বার্তা ডট কম  ০৫  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply