আন্তর্জাতিক ডেস্ক : ফের দেহব্যবসার পর্দাফাঁস করল গোয়া পুলিশ৷ আর এতে যুক্ত থাকার অপরাধে ধরা পড়ল দুই আফগান নাগরিক, যার মধ্যে একজন আফগান সরকারের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি-র আধিকারিক৷
পুলিশ ইন্সপেক্টর নোলাসকো ব়্যাপোসো জানান, অভিযুক্ত মহম্মদ ওমর আরিয়ান কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রির ইন্টারনাল অডিটের ডিরেক্টর৷ আরেকজন মহম্মদ আজমল হোডমান একজন আফগান আইনজীবী৷ এই দুজনকেই দেহব্যবসায় হাতেনাতে ধরে পুলিশ৷ সেই সঙ্গে উদ্ধার করা হয় উজবেকিস্তানের ২ মহিলাকে৷
ইন্সপেক্টর আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি-র বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ সেই সঙ্গে এই দেহব্যবসার কাজে আর কে কে যুক্ত রয়েছে সেই নিয়েও অনুসন্ধানে নেমেছে পুলিশ৷
এর কিছুদিন আগেই, গত ২৫ এপ্রিল, স্পা-এর আড়ালে চলা দেহব্যবসার পর্দা ফাঁস করে পুলিশ৷ গুরুগ্রামে ডিএলএফ -১ এ মঙ্গলবার হানা দিয়ে ২ মহিলাকে গ্রেফতার করে পুলিশ৷ ইমমরাল ট্রাফিক (প্রিভেনশন) অ্যাক্টের অধীনে এফআইআর দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে৷
জানা যায়, গ্রেফতার হওয়া দুই মহিলার বয়স, ২০-৩৫-এর মধ্যে৷ তাদের বুধবার আদালতে তোলা হয়৷ স্পা-এর মালিককে ধরার চেষ্টা চলছে৷ পুলিশ সূত্রে জানা যায়, ওই পুলিশ স্টেশনের এসএইচও ইন্সপেক্টর বেদপ্রকাশের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই স্পায়ে আচমকাই হানা দেয়৷ তারপরে হাতেনাতে ধরা পড়ে তারা৷
মতিহার বার্তা ডট কম ০৬-মে ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.