পুলওয়ামায় ভোট শুরু হতেই ছোঁড়া হল গ্রেনেড

পুলওয়ামায় ভোট শুরু হতেই ছোঁড়া হল গ্রেনেড

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চম দফায় ভোট দিচ্ছে পুলওয়ামা জনগণ। থমথমে সেই এলাকায় ভোট শুরু হতেই ছোঁড়া হল গ্রেনেড।

১৪ ফেব্রুয়ারির দুপুরে আচমকা রক্তাক্ত হয় কাশ্মীর। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হয় আত্মঘাতী বিস্ফোরণ। ৪০ জনেরও বেশি শহিদ হন। সেই বিস্ফোরণের জবাব দিতে এয়ারস্ট্রাইক করে ভারত। সেই পুলওয়ামাতেই পঞ্চম দফায় চলছে ভোট।

একদিকে যখন এই পুলওয়ামাকে হাতিয়ার করেছে বিজেপি। এয়ার স্ট্রাইককে বারবার প্রচারে তুলে এনেছে মোদী, অমিত শাহের মত নেতারা, অন্যদিকে তখন পুলওয়ামা কিন্তু থমথমে। অনন্তনাগ লোকসভা কেন্দ্রের এই এলাকা যেন সন্ত্রস্ত।

এখানে সেইভাবে কোনও দলকেই বিশেষ প্রচার করতে দেখা যায়নি। ভোটও বিশেষ পড়বে না বলেই মনে করছেন পোলিং অফিসাররা। ১০ শতাংশেরও কম ভোট পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তারই মধ্যে আবার গ্রেনেড হামলা।

জানা গিয়েছে, এদিন ভোট শুরুর কিছুক্ষণ পরই পুলওয়ামায় রোমো-তে পোলিং বুথ লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে একদল দুষ্কৃতীকারিরা। হতাহতের কোনও খবর নেই।

মতিহার বার্তা ডট কম  ০৬   মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply