সুমাইয়া তাবাস্সুম: তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের ঘটনার পরে এ বার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে নিউ টাউনের টেকনো সিটি থানায়। ১৪ বছরের ওই কিশোরীকে লাগাতার ধর্ষণ ও নানা ভাবে ভয় দেখানোর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে টেকনো সিটি থানার পুলিশ। গ্রেফতার সোহেল রানা। নিউ টাউনের বালিগড়ি এলাকায় ঘটনা ঘটে । গ্রেফতার যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
তদন্তকারীরা জানান, অভিযুক্ত যুবক বাংলাদেশের নাগরিক। বালিগড়িতে ওই কিশোরীর বাড়িতে সে ভাড়া থাকত। অভিযোগ, মেয়েটিকে সে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছে। এমনকি, ঘটনার কথা কাউকে জানালে মেয়েটির ক্ষতি হয়ে যাবে, এমন হুমকিও সে দিত বলে তদন্তে জেনেছে পুলিশ। সোমবার নির্যাতিতা কিশোরীর পরিবার টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সোহেলকে গ্রেফতার করে।
এই ঘটনা নিয়ে অবশ্য ওই কিশোরীর পরিজনদের তরফে কিছু জানাতে চাওয়া হয়নি। তাঁরা এ বিষয়ে কোনও ভাবেই মুখ খুলতে রাজি নন বলে জানিয়ে দেন। পুলিশি সূত্রের খবর, ঘটনাটি ঘটার পরে ওই কিশোরী পুরো বিষয়টি প্রথমে নিজের দিদিকে জানায়। তার দিদির উদ্যোগেই এর পরে পরিবারের লোকজন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, গত শনিবার টেকনো সিটি থানা এলাকাতেই গণধর্ষণের শিকার হন এক তথ্যপ্রযুক্তি কর্মী।
Leave a Reply
You must be logged in to post a comment.