শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাজশাহীর বাঘায় কথিত বন্দুকযুদ্ধে’ নিহত মাদক ব্যবসায়ী

রাজশাহীর বাঘায় কথিত বন্দুকযুদ্ধে’ নিহত মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় ‘বন্দুকযুদ্ধে’ জিয়ারুল হোসেন কালু (৩৯) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিমান্ত এলাকা আলাইপুর রহমানের মোড় নামক এলাকার আমবাগানে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত কালু পাকুড়িৎয়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, বৃস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার কেশবপুর মৌজার রহমানের মোড় (হাজামপাড়া মোড়) আব্দুল হামিদের আমবাগান এলাকায় মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শুনে পুলিশের কয়েকটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশ কে লক্ষ্য করে হামলা করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পুলিশের হাতে ধরা পড়ার আশঙ্কায় সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়া রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সহকারি পুলিশ সুপার পুঠিয়া চারঘাট সার্কেল নূরে আলম সিদ্দিকি এবং বাঘা থানার ওসি মহসীন আলীসহ আরও ছয়জন পুলিশ সদস্য আহত হয়।

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২-রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৫৩ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

পরে তাকে উদ্ধার করে টহল পুলিশের গাড়িতে দ্রুত বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। উপস্থিত লোকজন মৃত কালুকে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী হিসেবে সনাক্ত করেন।

এ ব্যাপারে রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, পুলিশের রেকর্ডে দেখা যায়, নিহত কালুর নামে অস্ত্র,মাদক ও চোরা কারবারী আইনে ১০টি মামলা রয়েছে। সে দির্ঘদিন থেকে বাঘার সিমান্ত এলাকায় মাদকের রাজত্ব কায়েম করে আসছিল।
এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত কালুর লাশ ময়না তদন্তের জন্য বাঘা থানার মাধ্যমে রামেক হাসপাতালের মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছিল।

মতিহার বার্তা ডট কম  ১০  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply