শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
রাজশাহীতে দিনের তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি, উঠছে নাভিশ্বাস

রাজশাহীতে দিনের তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি, উঠছে নাভিশ্বাস

ফাইল ফটো

নিজেস্ব প্রতিবেদক: কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। ঘরে-বাইরে সবখানেই বেকায়দায় পড়ছেন সবাই। বিশেষ করে রোজাদারদের উঠছে নাভিশ্বাস। দিনের অধিকাংশ সময় রাস্তাঘাট থাকছে প্রায় ফাঁকা। তবে লু হাওয়া উপেক্ষা করে পথে নামছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা।

পরিস্থিতি থেকে বাঁচতে প্রচুর পাণীয় পাণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাজশাহী আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান বলেন, ‘শুক্রবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’

এর আগে গত ৭ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পরদিন তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়ায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। ৯ মে আরেকটু বেড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই ক’দিন সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করেছে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ২৯ এপ্রিল। পরে ‘ফণী’র প্রভাবে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদ ছিল কমতি। তবে গত কয়েকদিন ধরেই তা আবার হয়েছে ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশে সর্বোচ্চ ৩৬ ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস; পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৩৮ দশমিক ৭ ও সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; বগুড়ায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ও সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; নওগাঁর বদলগাছীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ও সর্বনিম্ন ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের বরাত দিয়ে রাজিব খান জানান, মে মাসে অন্তত একটি তীব্র এবং দুটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ হানা দিতে পারে এই অঞ্চলে। থাকছে কালবৈশাখীর আভাসও। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তায় জুনের শুরুর দিকেই বর্ষা নামবে প্রকৃতিতে।

মতিহার বার্তা ডট কম ১০ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply