শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
রাজশাহী মহানগর বঙ্গবন্ধু স্মৃতি ছাত্র সংসদ ফেডারেশনের কমিটি গঠন”

রাজশাহী মহানগর বঙ্গবন্ধু স্মৃতি ছাত্র সংসদ ফেডারেশনের কমিটি গঠন”

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। মহানগর শাখার কমিটিতে রাউফ আল রশীদ শাওনকে সভাপতি ও মোঃ তাসনিম জামানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।

শুক্রবার (১০ মে) কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন সাক্ষরিক এক বিজ্ঞপ্তি মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তৌসিফ খান পিয়ান, সাব্বির আহমেদ, নূরে আলম সিদ্দীক, মিথুন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির ফয়সাল, শেখ আব্দুল মারুফ, প্রিন্স ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক আসদুজ্জামান এলীন, সিফাত জামান, ফেরদৌস আলী রবিন, মোঃ রিকেন, মোঃ ইমাম হাসান, দপ্তর সম্পাদক সুসময় কর্মকার, উপ দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক সাইফুর রহমান রিমন, উপ প্রচার সম্পাদক মোঃ সাহানুর সরকার, সদস্য রিপন ইসলাম রাব্বি, মোঃ সাফী, মোঃ শাহফাজ সরকার, মুসতাক আহমেদ ফাহিম, যুবায়ের হোসেন।

কমিটি ঘোষনার পর নয়া সভাপতি রাউফ আল রশীদ শাওন কেন্দ্রের সভাপতি শহীদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন কে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে অর্না জামানের প্রতি কৃতঙ্গতা জানান।

মতিহার বার্তা ডট কম  ১১ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply