শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
রাজশাহী তালাইমারী অবৈধ বালুঘাট বন্ধের হাইকোর্টের নির্দেশ

রাজশাহী তালাইমারী অবৈধ বালুঘাট বন্ধের হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় পদ্মার একটি অবৈধ বালুঘাট বন্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আদেশ পরবর্তী ১৫ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতেও বলা হয়েছে জেলা প্রশাসককে।

গত ১৫ মে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। জেলা প্রশাসক রাজশাহীর বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, পদ্মার কাজলা মৌজার তালাইমারী বালুঘাটটি কোনো প্রকার টে-ার ছাড়াই অবৈধভাবে মেসার্স আমিন ট্রেডার্সকে দেওয়া হয়েছে বলে আবেদনকারী নগরীর বুলনপুর এলাকার মোঃ আনোয়ার হোসেন গত ১৬ এপ্রিল রাজশাহীর জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করে তা বাতিলের আর্জি করেন। পরে তিনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।

অভিযোগ অনুযায়ী তালাইমারী বালুঘাটটি আমিন ট্রেডার্সকে কোনো প্রকার টে-ার ছাড়াই দেওয়ার কারণে বালু মহাল ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১০ (১) ধারার লঙ্ঘন হয়েছে। মোঃ আনোয়ার হোসেন তার অভিযোগে আরও বলেন, তালাইমারীতে পদ্মা থেকে বালু উত্তোলনের কারণে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বালুঘাটটি যেহেতু কোনো টে-ার ছাড়াই দেওয়া হয়েছে সে কারণে এটি আইনত: অবৈধ এবং বাতিলযোগ্য। এছাড়া মধ্যশহর তালাইমারীতে সরকারি তালিকাভুক্ত কোনো বালুঘাটও নেই।

এদিকে রিট আবেদনকারী আনোয়ার হোসেনের আইনজীবী মিজানুর রহমান বলেন, কোনো প্রকার টে-ার ছাড়াই তালাইমারী বালুঘাট আমিন ট্রেডার্সকে দিয়ে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসন এ সংক্রান্ত সরকারি আইন লঙ্ঘন করেছেন। শুনানি শেষে হাইকোর্ট আদেশে বলেছেন, আইন অনুযায়ী জেলা প্রশাসককে, আদেশ পরবর্তী ১৫ দিনের মধ্যে পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ বালুমহালটির ইজারা বাতিল করতে হবে তা বন্ধ করতে হবে।

অন্যদিকে নগরীর ঘন জনবসতি এলাকা তালাইমারী দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন সাম্প্রতিক সময়ে আন্দোলন কর্মসূচির আয়োজন করেন। তারা ওই এলাকায় রুয়েট ও রাজশাহী বিশ্বদ্যিালয়ের মতো বড় দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর পরিবেশ দূষণ রোধে তালাইমারী বালুঘাটটি বন্ধ করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছেন।

মতিহার বার্তা ডট কম   ১৮ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply