শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
‘‘মা আমাকে ৪ লাখে বিক্রি করে দিয়েছে, বাঁচান’’! থানায় ঢুকে আর্তি তরুণী কন্যার

‘‘মা আমাকে ৪ লাখে বিক্রি করে দিয়েছে, বাঁচান’’! থানায় ঢুকে আর্তি তরুণী কন্যার

‘‘মা আমাকে ৪ লাখে বিক্রি করে দিয়েছে, বাঁচান’’! থানায় ঢুকে আর্তি তরুণী কন্যার
‘‘মা আমাকে ৪ লাখে বিক্রি করে দিয়েছে, বাঁচান’’! থানায় ঢুকে আর্তি তরুণী কন্যার

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশ জানিয়েছে, তরুণী অভিযোগ করেছেন যে, গত ২৩ নভেম্বর বিয়ে দেওয়ার নাম করে হরিয়ানার ওই ব্যক্তির কাছে জোর করে বিক্রি করে দেন তাঁর মা।

কুমাতা! ৪ লক্ষ টাকার বিনিময়ে কন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক মায়ের বিরুদ্ধে। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নিজের ১৮ বছর বয়সি তরুণী মেয়েকে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগ, হরিয়ানার এক ব্যক্তির কাছে ৪ লক্ষ টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করে দেন তিনি। এ-ও অভিযোগ করা হয়েছে যে, যাঁর কাছে ওই তরুণীকে বিক্রি করা হয়েছিল, সেই ব্যক্তিও তরুণীর উপর নির্যাতন চালাতেন। মারধর তো চলতই। তরুণীকে দিয়ে বিভিন্ন রকম অবৈধ কাজকর্ম করানো হত বলেও অভিযোগ। যদিও অভিযুক্ত মা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এই প্রসঙ্গে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক পুলিশ সুপার মনোজ অবস্থি বলেন, ‘‘এক তরুণী বুধবার পুলিশের কাছে আসেন এবং দাবি করেন যে, তিনি চিলুয়াতাল থানার অন্তর্গত মহেশরা এলাকার বাসিন্দা। ওই তরুণী অভিযোগ করেন, তাঁকে হরিয়ানার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল এবং জোর করে বিয়ে দেওয়া হয়েছিল।’’

পুলিশ জানিয়েছে, তরুণী অভিযোগ করেছেন যে, গত ২৩ নভেম্বর বিয়ে দেওয়ার নাম করে হরিয়ানার ওই ব্যক্তির কাছে জোর করে বিক্রি করে দেন তাঁর মা। ওই ব্যক্তির কাছ থেকে মা ৪ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও তরুণীর অভিযোগ।

চিলুয়াতাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় মিশ্র জানিয়েছেন, মহিলার দুই দিদি আছেন। তাঁরাও হরিয়ানায় বিবাহিত। তরুণীর মা এবং পরিবারের অন্য সদস্যেরা অভিযোগ অস্বীকার করেছেন। পুরো বিষয়টি বিস্তারিত ভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন সঞ্জয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply