অনলাইন ডেস্ক : এবারের নির্বাচনে ১৪ দলের শরিকদের ৭ আসনের বেশি ছাড় দেওয়া হবে না। প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
টিআইবির মন্তব্যে নাখোশ
টিআইবির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে যারা মুক্তবুদ্ধির চর্চা করেন, যারা মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করেন, এর মধ্যে একটি হলো টিআইবি। তারা বলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এবার নিবন্ধিত ২৮ দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। তারপরও অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে না?’
টিআইবিকে প্রশ্ন ছুড়ে তিনি আরও বলেন, ‘টিআইবি বলেছে, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি বিবেচনায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায় তা এবারও হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়?’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নিবন্ধিত ২৮ দল নির্বাচনে আসছে। বিএনপিসহ কয়েকটি দল দূরে রয়েছে। এখন বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণ হবে না তার মানে কী? টিআইবি কী বিএনপির শাখা সংগঠন যে একই সুরে কথা বলছে?’
‘উদ্ভট, উদ্ভট’ বিষয়ে কথা বলছে টিআইবি
ওবায়দুল কাদের বলেন, ‘তারা জেনেশুনেই এটা করছে। বিএনপি ভাবাদর্শের প্রবক্তা হয়ে, অন্ধ হয়ে কেউ কেউ এমন কথা বলছে। টিআইবি উদ্ভট, উদ্ভট বিষয়ে কথা বলছে।’
এবারের নির্বাচনকে নিরপেক্ষতার রেকর্ড হিসেবে রাখার কথাও জানিয়ে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনকে আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করে রেকর্ড রাখতে চাই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আমাদের দায়িত্ব। কারণ আমরা সরকারি দল। আমরা নির্বাচনে অংশগ্রহণকারী দল নির্বাচনে আচরণবিধি মেনে চলতে হয়।’
Leave a Reply
You must be logged in to post a comment.