শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
যৌতুকের দাবিতে স্ত্রীকে বেঁধে মাথার চুল কেটে দিলেন স্বামী

যৌতুকের দাবিতে স্ত্রীকে বেঁধে মাথার চুল কেটে দিলেন স্বামী

মতিহার বার্তা ডেস্ক : ভোলায় বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা যৌতুক এনে না দেয়ায় আকলিমা বেগম (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছেন মো. মিজান নামে এক স্বামী।

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাতলা সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূ আকলিমা বেগম থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

গৃহবধূ আকলিমা বেগম বলেন, আমার বাবার বাড়ি লালমোহনের চরভূতা এলাকায়। পাঁচ বছর আগে ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাতলা সাতবাড়িয়া গ্রামের আরিফ উদ্দিন মালেগো বাড়ির মো. মিজান মালের সঙ্গে আমার বিয়ে হয়। মিজান ঢাকায় কাপড়ের ব্যবসা করেন। বিয়ের পর থেকে মিজান আমার বাবার বাড়ি থেকে যৌতুকের জন্য ৩০ হাজার টাকা আনতে বলেন। আমি রাজি না হলে বিভিন্ন সময় নির্যাতন চালান। ১২ মে মিজান ঢাকা থেকে এসে আবারও যৌতুকের জন্য আমাকে চাপ দেন। আমি না করলে আমাকে মারধর করে দুই হাত পেছন দিকে বেঁধে ফেলেন মিজান। পরে কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে আমার মাথার চুল কেটে দেন।

ওই সময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নেয়ার পর শনিবার (১৭ মে) রাতে লালমোহন থানায় গিয়ে একটি অভিযোগ দিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ওসি মীর খায়রুল কবির বলেন, স্ত্রীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় শনিবার রাতে গৃহবধূ আকলিমা থানায় এসে অভিযোগ দিয়েছেন। গৃহবধূর ওপর নির্যাতনের বিষয়টি আমরা তদন্ত করছি। এ ঘটনায় গৃহবধূর স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতিহার বার্তা ডট কম ১৯   মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply