শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
জয়ের গন্ধ পেয়েই শরিকদের নিয়ে বৈঠক বিজেপির

জয়ের গন্ধ পেয়েই শরিকদের নিয়ে বৈঠক বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক : জনমত জরিপ বলছে আবার ফিরছেন মোদী৷ ফলে বিজেপির পালে নতুন করে হাওয়া৷ প্রো ইনকামবেন্সি ফ্যাক্টর যে এভাবে কাজ করবে, বুঝে পারেননি স্বয়ং মোদী-শাহ জুটিও৷ তাই হয় সংবাদ সম্মেলনে অত হতাশ চেহারায় ক্যামেরার লেন্স ধরেছিল নরেন্দ্র মোদীকে৷

তবে পাশা বদলেছে৷ বুথ ফেরত সবকটি সমীক্ষাই বলছে কেন্দ্রে আবার ক্ষমতায় বিজেপি৷ এবার নতুন করে পথ ঠিক করার সময়৷ তাই ২৩ তারিখের আগেই ঘর গোছাতে শুরু করছেন অমিত শাহ৷ সেই লক্ষ্যেই মঙ্গলবার নয়াদিল্লির গেরুয়া শিবিরের সদর দফতরে শরিকদের নিয়ে বৈঠকে বসছে শাহ৷ সঙ্গে থাকছে নৈশভোজের এলাহি ব্যবস্থা৷

বৈঠকে উপস্থিত থাকবেন বিদায়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও৷ বিভিন্ন জনমত সমীক্ষা বলছে এনডিএ জোট এবার ৩০০-রও বেশি আসন ধরে রাখতে সক্ষম হবে৷ অবশ্য এই ভবিষ্যতবাণীতে সিলমোহর পড়বে ২৩ তারিখ৷ তবে বুথ ফেরত সমীক্ষাগুলিকে গুরুত্ব দিচ্ছে বিজেপি৷ যদিও, একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাতকার দেওয়ার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িয়ে দিয়েছেন এই এক্সিট পোলকে৷

নিউজ২৪-চাণক্যের সমীক্ষা বলছে ৩৫০ টি আসন পাবে এনডিএ৷ আজতক-ইণ্ডিয়া টুডে-অ্যাক্সিস বলছে ৩৩৯ থেকে ৩৬৫টি আসনের শিঁকে ছিঁড়বে৷ নিউজ ১৮-আইপিএসওএস বলছে ৩৩৬টি, টাইমস নাও- ভিএমআর ৩০৬ টি আসনে রাখছে এনডিএকে৷

অনেক বুথ ফেরত সমীক্ষা আবার বলছে, উত্তরপ্রদেশে এনডিএকে কড়া টক্কর দিতে পারে এসপি-বিএসপি জোট৷ ২০১৪ সালের ৭১ আসন পাওয়া বিজেপি এবার হয়তো তার অর্ধেক আসনও পাবে না যোগী রাজ্যে৷ ফলে গোবলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যে কিছুটা হলেও চিন্তায় রয়েছে বিজেপি৷

যদিও বুথ ফেরত সমীক্ষায় চমকে দিয়েছে বাংলা৷ সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ১১টি পেতে চলেছে বিজেপি৷ ৯টি আসন বাড়িয়ে মুকুল রায়কে স্বস্তি দিয়ে বাংলায় ফুটতে চলেছে পদ্মফুল৷ অন্যদিকে ২৯টি আসন পাবে তৃণমূল, বলছে সমীক্ষা৷ শতাংশের হিসেবে বিজেপির দখলে ৩১.৮৬ শতাংশ৷ কংগ্রেসের শিকে ছিড়বে ৮.৮ শতাংশ৷ তৃণমূলের দখলে ৩৯.১ শতাংশ ও বামেদের ভাগ্যে জুটেছে ১৫.৯ শতাংশ ভোট৷

উত্তর ভারতে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মত রাজ্যগুলিতে ক্ষমতায় থাকছে বিজেপি৷ তবে ব্যতিক্রম জম্মু কাশ্মীর৷ সেখানে কংগ্রেস ৬টি আসনের মধ্যে পাবে ৪টি আসন, বিজেপি ২টি আসন পাবে বলেই মনে করা হচ্ছে৷ তবে কংগ্রেস ধাক্কা খাচ্ছে কর্ণাটকে৷ সেখানে ২৮টি আসনের মধ্যে ২০টিই পাচ্ছে বিজেপি, বলছে সমীক্ষা৷ সবমিলিয়ে ফের বিজেপির পালে হাওয়া৷ শেষ মুহূর্তে তুরুপের তাস প্রিয়াঙ্কা গান্ধীকে ব্যবহার করেও বিশেষ লাভ হল না কংগ্রেসের৷ সেখানেই কাজ করে গিয়েছে মোদী-শাহ ম্যাজিক৷

তবে বিজেপির এই ক্লিন সুইপকে ভোটগণনার দিনের আগে মানতে চাইছে না বিরোধীরা৷ তাদের দাবি, গেরুয়া শিবিরের প্রভাবিত মিডিয়ার বানানো খবর এই সবই৷ সবই নাকি ‘গসিপ’৷ কংগ্রেসের পক্ষ থেকে মুখ খুলেছেন শশী থারুর৷ গোটা সমীক্ষাকে ভুল বলে দাবি করেছেন তিনি৷ ট্যুইট করে অস্ট্রেলিয়ার নির্বাচনে বুথ ফেরত সমীক্ষার ভুল প্রমাণিত হওয়ার উদাহরণ তুলে ধরেছেন তিনি৷

মতিহার বার্তা ডট কম  ২০  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply