শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
রাজশাহী দুর্গাপুরে উপজাতি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রাজশাহী দুর্গাপুরে উপজাতি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন (২১) এক উপজাতি গৃহবধূ। গত শুক্রবারের এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে থানায় মামলা দায়েরের পর গ্রেফতার হয় অভিযুক্ত জাহাঙ্গীর। গ্রেফতার জাহাঙ্গীর আলম উপজেলার ব্রহ্মপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। সোমবার দুপুরে আদালতের মাধ্যকে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ধর্ষণের শিকার গৃহবধূ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাসিন্দা। কাজের সন্ধানে দুর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের একটি কলোনীতে আশ্রয় নেন তিনি। সেখান থেকেই দৈনিক মজুরি ভিত্তিতে কৃষি কাজ করছিলেন তিনি।

মামলার বিবরণে গৃহবধূ উল্লেখ করেছেন, শুক্রবার মাঠের কাজ শেষে তিনি কলোনীতে ফিরে আসেন। পরে কলোনীর পাশে জাহাঙ্গীরের বাড়িতে টিউবওয়েলের পানি নিতে যান। একা পেয়ে ওই সময় জাহাঙ্গীর তাকে ধর্ষণ করে।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

মতিহার বার্তা ডট কম – ২১  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply