শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
বাড়িতে বানিয়ে ফেলুন গন্ধরাজ দই

বাড়িতে বানিয়ে ফেলুন গন্ধরাজ দই

বাড়িতে বানিয়ে ফেলুন গন্ধরাজ দই
বাড়িতে বানিয়ে ফেলুন গন্ধরাজ দই

ফারহানা জেরিন: বাড়িতে অতিথি এলে দোকান থেকে সেই এক রকম মিষ্টি দই কেন খাওয়াবেন? বাড়িতে দই পেতে খাওয়াতে পারেন। সঙ্গে থাকুক গন্ধরাজ লেবুর টুইস্ট।

গরমে শরীর ঠান্ডা রাখতে টক দই তো খেয়েই থাকেন। অনেকে আবার লস্যি, ঘোলও খান। দই খেলে পেট ভাল থাকে। চুল, ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতেও সাহায্য করে দই। আগে যে কোনও অনুষ্ঠানবাড়িতেই শেষপাতে আইসক্রিমের বদলে থাকত মিষ্টি দই। সময় বদলেছে। এখন বাড়িতে অতিথি এলে দোকান থেকে সেই একই রকম মিষ্টি দই কেন খাওয়াবেন? বাড়িতে দই পেতে খাওয়াতে পারেন। সঙ্গে থাকতে পারে গন্ধরাজ লেবুর টুইস্ট। গন্ধরাজ মোমো, রোল কিংবা কবাব তো খেয়েছেন, এ বার গন্ধরাজ দই খেয়ে দেখুন কেমন লাগে! রইল প্রণালী।

উপকরণ:

গন্ধরাজ লেবু: ২টি

কোরানো লেবুর খোসা: ২ টেবিল চামচ

টক দই: ৫০০ গ্রাম

কনডেন্সড মিল্ক: ৩ কাপ

মাটির ভাঁড়: ৪-৫টি

প্রণালী:

১) প্রথমে লেবুর খোসা গ্রেট করে রাখুন। খেয়াল রাখবেন, শুধু সবুজ অংশটিই যেন থাকে।

২) এ বার ছোট টুকরো করে লেবু কেটে রাখুন।

৩) একটি পাত্রে টক দই এবং কনডেন্সড মিল্ক ভাল করে মিশিয়ে নিন।

৪) প্রয়োজনে কয়েক চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন। দই ভাল জমবে।

৫) সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নেবেন। যেন মিশ্রণে কোনও রকম দলা না থাকে।

৬) এ বার দইয়ের মিশ্রণে খনিকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৭) এই মিশ্রণের মধ্যে সামান্য গন্ধরাজ লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন।

৮) এ বার মাটির ছোট ভাঁড়ের মধ্যে দইয়ের মিশ্রণ ঢেলে নিন।

৯) উপর থেকে আরও একটু লেবুর খোসা গুঁড়ো ছড়িয়ে দিন। লেবুর পাতা কেটে ছোট টুকরো করে পাশে রেখে দিতে পারেন। দেখতে ভাল লাগবে।

১০) এ বার মাটির ভাঁড়ের মুখ ঢেকে দিন। উপর থেকে মোটা কাপড় বা তোয়ালে জড়িয়ে রাখতে পারলে ভাল হয়।

১১) কয়েক ঘণ্টা পর দই জমে গেলে, ফ্রিজে তুলে রেখে দিন। গরমের দুপুরে গন্ধরাজ দই খেলে শরীর এবং মন, দুই-ই ঠান্ডা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply