মহানগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা-সহ দুই ভাই গ্রেফতার

মহানগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা-সহ দুই ভাই গ্রেফতার

মহানগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা-সহ দুই ভাই গ্রেফতার
মহানগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা-সহ দুই ভাই গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান তাদের গ্রেফতার করনা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ মারুফ হোসেন (২৪) ও মোঃ নিয়ামত আলী (২১), তারা মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সাহেব বাজার আরডিএ মার্কেটের আরিফ নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত আতশবাঁজি ও পটকাগুলো ক্রয় করেছে। তারা দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন মার্কেটে আতশবাঁজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে থাকে বলে স্বিকার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply