নিজস্ব প্রতিবেদক : আরএমপি’তে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন উৎপল কুমার চৌধুরী। এ উপলক্ষে গত (১২ মে) আরএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে তাকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ কমিশনার মোঃ হুমায়ন কবির বিপিএম।
উৎপল কুমার চৌধুরী ৩৪তম পুলিশ ব্যাচের একজন কর্মকর্তা।
বর্তমানে নগরীর কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
জানতে চাইলে উৎপল কুমার চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ রতœ শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বস্তবায়নই আমার মূল লক্ষ।
তিনি আরো বলেন, আমি যে জোনে কর্মবত আছি সে এলাকায় মাদক শূণ্যের কোঠায় না আসা পর্যন্ত মাদকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এছাড়া সন্ত্রাস জঙ্গীবাদ নিমূলে কাজ করেছেন বলেও জানান তিনি।
মতিহার বার্তা ডট কম – ২৪ মে ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.