আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে স্পায়ের আড়ালে দেহব্যবসার রমরমায় কার্যত জনসাধারণের মনে আতঙ্কের থাবা বসাচ্ছে ৷সোমবার দিল্লি কমিশন ফর উওম্যান রোহিনি এলাকাতে স্পা-এর আড়ালে চলা দেহব্যবসার পর্দাফাঁস করে৷ জানা যায়, গ্রাহক সেজে এক সাংবাদিক সেখানে গিয়ে বিষয়টি সম্পূর্ণ জেনে উওম্যান প্যানেলকে জানায় ৷ ডিসিডব্লিউ প্রধান স্বাতী মালিওয়াল জানান,
পুলিশ এই ঘটনায় জড়িত থাকায় কোনও ব্যক্তিকে গ্রেফতার না করায় তাঁরা একটি নোটিশ ইস্যু করেছেন ৷ উওম্যান প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, তারা ১৮ মে একটি ফোন কল পান, যেখানে এই দেহব্যবসার খবর তাদের কাছে আসে৷সেই খবরের ভিত্তিতে
ডিসিডব্লিউ-এর একটি দল ওই স্পা-তে হাজির হয় এবং পুলিশকে খবর দেয়৷ যৌথ অভিযানে ওই স্পা সেন্টার থেকে ১১ তরুণীকে আটক করে পুলিশ৷ বাজেয়াপ্ত হয় বেশ কিছু আপত্তিজনক সামগ্রী৷ওই তরুণীদের প্রশান্ত বিহার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়৷
সেখানে তাদের বিবৃতি নেওয়া হয় এবং এফআইআর দায়ের করা হয়৷ কিন্তু কাওকে পুলিশ গ্রেফতার করেনি বলে জানায় উওম্যান প্যানেল৷ সূত্র:কলকাতা ২৪x৭
মতিহার বার্তা ডট কম – ২৪ মে ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.