পাকিস্তানে মসজিদে নামাজ আদায়ের সময় বিস্ফোরণ

পাকিস্তানে মসজিদে নামাজ আদায়ের সময় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অন্যতম বৃহত্তর প্রদেশ বালোচিস্তানে নাশকতা ৷ শুক্রবার নামাজ পাঠের সময় বিস্ফোরণ ঘটানো হয়৷ এতে দুজনের মৃত্যু হয়েছে৷ তাৎপর্যপূর্ণ ঘটনা, যে মসজিদে হামলা হয়েছে সেটিতে সুন্নি মুসলিমরা প্রার্থনা করেন৷ এলাকায় এই সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীরা বিশেষ সক্রিয়৷ যদিও এর দায় কেউ নেয়নি৷ জখম হয়েছেন বেশ কয়েকজন৷

সম্প্রতি বালোচ প্রদেশের পাক সরকার বিরোধী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি হুমকি দিয়েছিল এই এলাকায় গড়ে ওঠা চিন-পাকিস্তান ইকনমিক করিডর রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে চলেছে৷

চিনের বিরুদ্ধে বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে৷ তার পরেই হয়েছে শুক্রবারের বিস্ফোরণ৷ কোয়েটার ডিআইজি আব্দুল রাজ্জাক জানিয়েছেন, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে৷

সম্প্রতি বালোচিস্তানে বড়সড় নাশকতা ঘটানো হয়৷ পাকিস্তানের জন্মের পর থেকেই এই প্রদেশে চলছে সরকার বিরোধী সশস্ত্র আন্দোলন৷ বালোচিস্তানে পাক সেনার অভিযানে মানবাধিকার লঙ্ঘন নিয়েও উঠেছে প্রশ্ন৷

মতিহার বার্তা ডট কম  ২৪ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply