উপজেলা নির্বাচন : তৃতীয় ধাপে মনোনয়ন জমা দিলেন ১৫৮৮ প্রার্থী

উপজেলা নির্বাচন : তৃতীয় ধাপে মনোনয়ন জমা দিলেন ১৫৮৮ প্রার্থী

উপজেলা নির্বাচন : তৃতীয় ধাপে মনোনয়ন জমা দিলেন ১৫৮৮ প্রার্থী
উপজেলা নির্বাচন : তৃতীয় ধাপে মনোনয়ন জমা দিলেন ১৫৮৮ প্রার্থী

অনলাইন ডেস্ক: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার (২ মে)। নির্ধারিত সময় শেষে এ ধাপের ভোটে মোট ১ হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপের সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৯ মে ১২২ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে।

রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৬ মে থেকে ৮মের মধ্যে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন ১২ মে। ১৩ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, এ ধাপে ২১ উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

বাকি উপজেলাগুলো স্বচ্ছ ব্যালটে ভোট গ্রহণ করা হবে।
ষষ্ঠ উপজেলা নির্বাচনে চার ধাপে ৪৭৫ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের তফসিল অনুযায়ী, ১৪৮ উপজেলায় নির্বাচন হবে আগামী ৮ মে। এই ধাপের নির্বাচনে প্রচার চলছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এক হাজার ৬৯৩ জন।

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে। এ ধাপে প্রার্থী হয়েছেন মোট ১ হাজার ৮২৮ জন।
আর চতুর্থ ধাপে আগামী ৫ জুন ৫৫ উপজেলায় ভোট হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply