“নগর পিতা”
– মাসুদ রানা রাব্বানী
উত্তরের এক কৃতি সন্তান
বলবো যে তার গল্প,,
এই কবিতায় তুলে ধরলাম
পুরোটা নয় অল্প।
নূরানী তার গায়ের বরণ
মায়ায় ভরা মুখ,
নগর পিতা তিনি
এটাই বড় সুখ।
ইলিশ আর মৃগেল মাছ-
খেতে ভালোবাসেন,,
মাঝে মাঝে ইচ্ছে মতোই
প্রাণ খুলে হাসেন।
আমার দেখা রাজশাহী সিটির
শ্রেষ্ঠমোটিভেটর,
দক্ষ তিনি, সাহসী তিনি –
নেই তো অবসর।
ফজরের নামাজ পড়ে
অশ্রু ঝড়ান তিনি,
হাজার মানুষের কর্মসংস্থান
গড়ে তুলেছেন যিনি।
“রাসিক” যে তাঁর
সফলতার ফল,
হোঁচট খেলেও যায়না থেমে
বাড়ায় মনোবল।
মেয়রের লিটনের জন্য হল রাজশাহী নগরী ধন্য,
পথে পথে দেখি এখন
আলোকসজ্জায় পূর্ণ ।
রাজশাহী নগরী যেন
সবুজ ও শান্তির নগরী
সব সময় কাছে টানে
দেয় না যেতে দূর।
মেয়র লিটন এগিয়ে যাক
আরো বহু দূর,
রাজশাহী নগরবাসীর ঘরে ঘরে
বাজুক -বিজয় সুর।
সীমাহীন স্বপ্নগুলো
বাস্তবে নিক রুপ,
নিন্দুকেরা এবার না হয়
যাক হয়ে যাক চুপ।
মহানুভাব অন্তরে যার
সাগর সমান মন,
রাজশাহী নগরীর উন্নতিতে
তাঁকেই প্রয়োজন।
“এএইচ এম খায়রুজ্জামান লিটন” ভাই অনুপ্রেরণার নাম,
রাজশাহী সিটি’র পিতা তিনি
লাখো কোটি সালাম।
Leave a Reply
You must be logged in to post a comment.