শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
ঘরেই তৈরি করে নিন পটল মিষ্টি

ঘরেই তৈরি করে নিন পটল মিষ্টি

ঘরেই তৈরি করে নিন পটল মিষ্টি
ঘরেই তৈরি করে নিন পটল মিষ্টি

ফারহানা জেরিন: মিষ্টি খেতে বেশিরভাগ লোকই পছন্দ করেন। আর সেটা যদি হয় বাড়িতে তৈরি, তাহলে তো কোনও কথাই নেই। আপনিও ইচ্ছে হলে বাড়িতে তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ নতুন ধরনের পটল মিষ্টি। রইলো তৈরির পদ্ধতি।

উপকরণ –

পটল খোসা ছাড়ানো এবং মাঝখান থেকে লম্বা করে চেরা ৬ টি,

মাওয়া ১ কাপ,

চিনি ১ কাপ,

সবুজ এলাচের গুঁড়ো ১\২ চা চামচ,

বাদাম ৪ টি,

পেস্তা ৪ টি,

গুঁড়ো দুধ ২ চা চামচ,

সোডা বাইকার্বোনেট ১ চিমটি,

জাফরান ১ চিমটি।

কিভাবে তৈরি করবেন – প্রথমে স্টাফিং তৈরি করে নিন।এরজন্য একটি প্যানে মাওয়া ভাজুন।এরপর এতে ১\২ কাপ চিনি দিয়ে অল্প আঁচে ভাজতে থাকুন। অন্য একটি প্যানে বাকি চিনি দিয়ে প্রয়োজন মতো জল মিশিয়ে পাতলা সিরাপ তৈরি করুন।

মাওয়াতে এলাচ গুঁড়ো দিয়ে আঁচ বন্ধ করুন।এতে বাদাম এবং পেস্তা দিন।এরপর এতে গুঁড়ো দুধ দিন এবং ভালো করে মিশিয়ে নিন।একটি প্লেটে এই মিশ্রণটি বের করে ঠান্ডা হতে রাখুন।

একটি প্যানে জল ভরে তাতে সোডা বাইকার্বোনেট মিশিয়ে নিন।জল ফুটতে শুরু করলে এতে পটল যোগ করুন এবং ২-৩ মিনিট রান্না করুন।এবার গ্যাস বন্ধ করে পটল বের করে জল ঝরিয়ে নিন।

এই পটলগুলো সিরাপে দিয়ে প্রায় ১ ঘণ্টা ঢেকে রাখুন,যাতে এগুলো সিরাপে ডুবে সম্পূর্ণ মিষ্টি হয়ে যায়।দেখবেন কিছুক্ষণের মধ্যেই পটলের রং বদলে যাচ্ছে।এরপর পটল বের করে ভেতরে মাওয়ার মিশ্রণ দিয়ে ভরে দিন।উপরে জাফরান দিয়ে সাজান।পটল মিষ্টি ফ্রিজে রেখে ১ সপ্তাহ ধরে খেতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply