তামান্না হাবিব নিশু: চলতি মাসেই মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই মিসেস মাহি হয়ে পর্দায় ধরা দেবেন অভিনেত্রী। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। পাশাপাশি নায়িকা নিজের স্যোশাল মিডিয়ার মাধ্যমেও পৌঁছে যাচ্ছেন দর্শকদের কাছে, দিচ্ছেন তাঁদের নানা প্রশ্নের উত্তর। তেমন এক প্রশ্ন-উত্তর পর্বে জাহ্নবী সিনেমায় রাজকুমারে সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়ে বলতে গিয়ে জানান, অন্তরঙ্গ দৃশ্যটি করার সময় তাঁরা দুজনেই কতটা ক্লান্ত ছিলেন।
রেডডিট এএমএ-তে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘ছবির বেশিরভাগ রোমান্টিক দৃশ্যগুলি শ্যুট করার সময় আমি আর রাজ ক্লান্ত থাকতাম। যেমন আমার মনে আছে, আমাদের প্রথম রোমান্টিক দৃশ্য শ্যুটের কথা। তার আগে আমরা প্রায় ২০ ঘণ্টা কাজ করেছিলাম। তারপর যখন এই দৃশ্যটির শ্যুটিং শুরু হল তখন আমরা প্রচন্ড ক্লান্ত, আমাদের শরীরে আর কিছু নেই, একেবারে মড়মড় অবস্থা। তার ওপর আবার আমাদের পেটও খারাপ, শরীরও আর দিচ্ছে না। তারমধ্যে ক্যামেরার সামনে ভাবটা দেখাতে হচ্ছে যেন আমরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছি। প্রথমবার একে অপরকে চুমু খেতে যাচ্ছি। কিন্তু আমরা আসলে ভিতরে ভিতরে তখন শেষ হয়ে যাচ্ছিলাম।’
ইন্ডাস্ট্রির কোনও তারকার জীবন একদিনের জন্য বাঁচতে হলে তিনি কাকে বেছে নেবে? এই প্রশ্ন জাহ্নবীকে করা হলে তিনি আলিয়া ভাট এবং বিক্রান্ত ম্যাসিকে বেছে নেন। এ প্রসঙ্গে নায়িকার মত, ‘আমার আলিয়া ভাট এবং বিক্রান্ত ম্যাসিকে বেছে নেওয়ার কারণ হল তাঁদের কাজ। তাঁরা যেসব পরিচালকের সান্নিধ্যে কাজ করেছেন, আমি একটা দিন তাঁদের সান্নিধ্যে থেকে কাজ শিখতে চাই, বুঝতে চাই তাঁরা কীভাবে অভিনেতাদের মধ্যে থেকে কাজ বের করে আনেন। আমি বিশেষত সেই সব পরিচালকের সঙ্গে দিনটা কাটাতে চাই যাদের সঙ্গে আমার এখনও কাজ করার সুযোগ হয়নি। যেমন করণ, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে তিনি আলিয়ার সঙ্গে কীভাবে কাজ করতেন তা দেখতে চাই। কিংবা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর সেটে যেতে চাই, সেখানে সঞ্জয় লীলা বনসালী স্যার কীভাবে পরিচালনা করছিলেন তা দেখতে চাই। অথবা আমি বিক্রান্ত ম্যাসি হিসেবে সেই সময়টা কাটাতে চাই যখন তিনি ‘টুয়েথ ফেল’-এর শ্যুটিং করছিলেন। কীভাবে পুরো কাজটি হয়েছিল তা দেখে সেখান থেকে টিপস নিতে চাই।’
ইতিমধ্যেই গতকাল রাতে মুম্বইতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, সোহা আলি খান এবং কুনাল কেমু-সহ বহু তারকা। এই ছবিটি দেখে তাঁরা জানান, তাঁদের মন ভরে গিয়েছে। শরণ শর্মা পরিচালিত এই ছবিটি আগামী ৩১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Leave a Reply
You must be logged in to post a comment.