আমরা মুসলিমরা বিজেপির চোখে মানুষ নই: আসাদুদ্দিন ওয়াসি

আমরা মুসলিমরা বিজেপির চোখে মানুষ নই: আসাদুদ্দিন ওয়াসি

আন্তর্জাতিক ডেস্ক : বিহারের বেগুসরাইতে এক মুসলিম হকারকে গুলি করা হয়৷ সেই ঘটনার উল্লেখ করে ট্যুইট করেছিলেন মহম্মদ আসিফ খান নামে এক ব্যক্তি৷ সোমবার ট্যুইটকে তুলে ধরে বিজেপির কড়া সমালোচনা করলেন মজলিশ ই ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াসি৷

ওয়াসির মতে বিজেপির আমলে মুসলিমদের মানুষ জ্ঞান করা হচ্ছে না৷ যা খুশি তাই ব্যবহার করা হচ্ছে তাঁদের সাথে৷ যেটা রীতিমত নিন্দনীয়৷ বিহারের বেগুসরাইয়ে এক মুসলিম বিক্রেতাকে গুলি করার ঘটনা তুলে ধরে ওয়াসি বলেন, এই বিক্রেতা নিজের প্রাণ দিতে বসেছিল, কারণ সে একজন মুসলিম৷

মহম্মদ আসিফের ট্যুইটের প্রত্যুত্তরে ওয়াসি বলেন ঘটনা শুনে মনে হচ্ছে এই হিন্দুরাষ্ট্রই তৈরি করতে চেয়েছিল মোদী সরকার৷ উল্লেখ্য বেগুসরাইয়ের ওই ঘটনায় জানা যায়, আক্রান্ত হকারের কাছে তাঁর নাম জানতে চায় এক ব্যক্তি৷ সে নিজের নাম বললে জানা যায় হকারটি মুসলিম৷ তারপরেই অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে৷ হকারটিকে বলে ভারতে কেন রয়েছে সে? পাকিস্তান তার থাকার জায়গা হওয়া উচিত৷ তারপরেই গুলি চালায় সে৷ তবে তার আগে ওই মুসলিম হকারকে জয় শ্রী রাম বলতেও বাধ্য করে অভিযুক্ত বলে খবর৷

গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়ে ওয়াসির মত বিজেপির জন্যই আজ দেশের মুসলিমদের এই অবস্থা৷ যদিও ট্যুইটে প্রকাশিত ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি৷ তবে ওয়াসির মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে৷

এর আগে বারবারই মোদী বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে এআইএমআইএম প্রধানকে৷ নির্বাচনের আগে তিনি বলেছিলেন তেলেঙ্গানা নির্বাচনে বিজেপি, কংগ্রেস বা টিআরএস জোট করলেও তাদের হারাতে পারবে না৷ কারণ তাদের সাথে আল্লা রয়েছে৷ তিনি বলেন নরেন্দ্র মোদীর বিজেপি বা রাহুল গান্ধীর কংগ্রেস কেউই তাঁর দলের কাছে দাঁড়াতে পারবেন না৷

আল্লার কাছে হারতে হবে তথাকথিত বড় দলগুলিকে বলে দাবি ছিল ওয়াশির৷ তাঁর বিশ্বাস আল্লা যেহেতু তাঁর সঙ্গে রয়েছেন তাই তাঁর দলকে কেউই হারাতে পারবে না৷ বড় ব্যবধানে জিতবেন তাঁরা৷ তেলেঙ্গানার নির্বাচন রণভূমিতে দাঁড়িয়ে জনসভা করেছিলেন ওয়াসি৷ খৈরাতাবাদের মকতা এলাকায় একটি পদযাত্রাও করেন তিনি৷ সেখানেই তাঁর দলের সঙ্গে আল্লার যোগ তুলে নির্বাচনে জয়ের কথা বলেন৷ সূত্র:কলকাতা ২৪x৭

মতিহার বার্তা ডট কম – ২৭  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply