শিরোনাম :
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, কোন রাজ্যে কী প্রভাব? বাংলায় কেমন থাকবে আবহাওয়া? শুধু দামি প্রসাধনী নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে খেতে হবে এক ধরনের চা, কী ভাবে বানাবেন? অভিনয় করেই ক্ষান্ত নন শাহরুখ-কন্যা, আত্মপ্রকাশের আগেই সুহানার মুকুটে জুড়ল নতুন পালক! ভয়ঙ্কর সৌরঝড় আঘাত হানতে চলেছে! বিশ্ব জুড়ে শঙ্কা ইন্টারনেট যোগাযোগ ভেঙে পড়ার কিসের জোরে হোয়াইট হাউসে ‘নজরদারি’ উত্তর কোরিয়ার? কেনই বা আমেরিকা বলছে আজগুবি দাবি? টাক পড়ছে? রোজকার কোন অভ্যাসে বদল আনলে চুল পড়ার সমস্যা কমবে? হেনস্থার শিকার পাকিস্তান, অস্ট্রেলিয়ায় গিয়ে মাল বইতে হল বাবরদের, কেন? ৭০ বছরে যমজ সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, জীবন সায়াহ্নে পৌঁছে মা হওয়ার স্বপ্নপূরণ পাকিস্তানেই নাকি খুঁজে পেয়েছেন প্রেমিকা, সে দেশের জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা! মুম্বই বিমানবন্দরে শাহরুখকে আটকে দিল পুলিশ, অভিনেতাকে দেখে কী কাণ্ড করলেন নিরাপত্তারক্ষী?
রাজশাহীতে ব্যাপক সাড়া ফেলেছে আরএমপির মানবতার দেয়াল

রাজশাহীতে ব্যাপক সাড়া ফেলেছে আরএমপির মানবতার দেয়াল

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে বেশ আলোচিত ‘মানবতার দেয়াল’ নামে একটি উদ্যোগ। সামান্য প্রয়োজন মেটাতে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে মানবতার দেয়াল।

যেখানে একজন তার অপ্রয়োজনীয় জিনিস রেখে যাচ্ছেন, আর কারো দরকার হলে সে জিনিসটি বিনামূল্যে কেউ নিয়ে যেতে পারছেন। সারাদেশের ন্যয় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) পুলিশের পক্ষ থেকে প্রায় এক সপ্তাহ আগে তৈরী করা মানবতার দেয়ালে স্থানীয় এলাকাবাসী এবং সাধারণ পথচারীদের দৃষ্টিতে ব্যাপক সাড়া ফেলেছে ।

২৩ডুনগরীর রাজপাড়া সংলগ্ন পুলিশ লাইন্স এর ফটকে গেলেই দেখতে পাওয়া যাবে এমন চিত্র। রাজশাহী মেট্রোপলিটন পুুুলিশের এ মানবতার দেয়াল তৈরীর উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

জানাযায়, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম এর বিশেষ উদ্যোগে প্রায় এক সপ্তাহ পূর্বে তৈরী করা হয় এই দেয়ালটি। ইতোমধ্যে স্থানীয় এলাকাবাসী এবং সাধারণ পথচারীদের দৃষ্টিতে ব্যাপক সাড়া ফেলেছে এই মানবতার দেয়াল। অনেকেই উৎসাহী হয়ে নিজেদের অপ্রয়োজনীয় বা অব্যবহৃত কাপড় গুলো সেখানে রেখে যাচ্ছেন। আবার প্রয়োজন বোধে অসহায় দু:স্থ মানুষগুলো সেগুলো নিয়ে যাচ্ছেন। এতে করে অনেক দু:স্থদের ঈদের প্রয়োজনটা মিটেছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম বলেন, ‘একটি ওয়ালে দেখেছিলাম মানবতার দেয়াল নামে কেউ একজন স্থাপন করেছিল।

সেটি দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি যে আমাদেরও এমন কিছু করা উচিত’। আরএমপির মানবতার দেয়াল এটি একটি ভলেন্টিয়ারী সার্ভিস বলা যেতে পারে।

একটি উদ্যোগের মাধ্যমে অনেক মানুষের উপকার হতে পারে। যার যেটা প্রয়োজন নেই সে সেটা রেখে যেতে পারে আবার যার প্রয়োজন সে অনায়েশে নিয়ে যেতে পারে। আপাতাতো বৃষ্টির সময় ওগুলো তুলে রাখা হয়। পরবর্তিত্বে উপরে টিনের ছাওনি করা হবে বলে জানান তিনি।

মতিহার বার্তা ডট কম  ০৭ জুন  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply