শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
রাষ্ট্রদ্রোহীর অভিযোগ’ ১৮তে পা রাখলেই মৃত্যুদণ্ড কিশোরের !

রাষ্ট্রদ্রোহীর অভিযোগ’ ১৮তে পা রাখলেই মৃত্যুদণ্ড কিশোরের !

আন্তর্জাতিক ডেস্ক : ধীরে ধীরে এগিয়ে আসছে এক কালোরাত্রি৷ সেই রাত শেষ হলে জহ্লাদের তলোয়ার নেমে আসবে ঘাড়ের উপরে৷ রাজপথে হয়ত সবার সামনেই লুটিয়ে পড়বে এক কিশোর রাষ্ট্রদ্রোহী৷ নাম তার মুর্তাজা৷

মৃত্যুদণ্ড কার্যকর করতে কিছু আইনি পদক্ষেপ বাকি৷ তার পরেই ১৮ বছরে পা রাখা মুর্তাজার মাথা কেটে নেওয়া হবে৷ সে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভকারী৷ সমকালীন বিশ্বে সবথেকে কনিষ্ঠতম এই বিদ্রোহী মুর্তাজা কুরেইরিস এখন সৌদি জেলে বন্দি৷ অভিযোগ তার যখন ১০ বছর বয়স, তখন সরকার বিরোধী সাইকেল মিছিলে অংশ নিয়েছিল৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য দিয়েছে৷

২০১১ সালের কথা৷ প্রবল গণ আন্দোলন চলছিল সৌদি আরবে৷ সৌদি রাজতন্ত্র পরিচালিত নির্যাতনের প্রতিবাদে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুর্তাজা কুরেইরিস ও তার বন্ধুরা সাইকেল মিছিল করেছিল৷ দেশের পূর্ব প্রান্তে সেই মিছিল করার সময় সরকারের নজরে আসে তার গতিবিধি৷ তারপর থেকেই মুর্তাজার নাম ছিল পুলিশের খাতায়৷ তিন বছর এমন পর্যবেক্ষণ চলে৷ এরই মাঝে ১৩ বছর বয়স হলে গোপনে সৌদি আরব থেকে প্রতিবেশী রাষ্ট্র বাহারিনে পালিয়ে যাওয়ার সময় পরিবারের অন্যান্যদের সঙ্গে ধরা পড়ে মুর্তাজা৷ সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম রাজনৈতিক বন্দি হিসেবে মুর্তাজাকে নিয়ে যাওয়া হয় জেলখানায়৷

এরপর শুরু হয় বিচার৷ নাবালক হিসেবে সৌদি সরকার কোনওভাবেই এই বিদ্রোহীকে চরম শাস্তি দিতে পারেনি৷ অগত্যা জেলে রেখেই তার সাবালক হওয়ার অপেক্ষা করা হয়েছে৷ জানা গিয়েছে, চার বছর জেলে রয়েছে মুর্তাজা৷ সদ্য ১৮ বছরে পা রাখতে চলেছে সে৷ এর পরেই তাকে চরম রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে কোতল করার পালা৷ সেই লক্ষ্যে সরকার আইনি পদক্ষেপ শুরু করেছে৷

মুর্তাজার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার একটি হল সরাসরি নাশকতায় মদত দেওয়া৷ পুলিশের দাবি, মুর্তাজার বড় ভাই আলি কুরেইরিস আওয়ামিয়া শহরের থানায় পেট্রোল বোমা ছুঁড়েছিলেন৷ সেই সময় তার সঙ্গে ছিল মুর্তাজা। সেই ঘটান পরে আলিকে মেরে ফেলা হয়৷ এখন চরম শাস্তির অপেক্ষায় মুর্তাজা৷ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার সব অভিযোগ প্রমাণ করতে মরিয়া সরকার৷

সরকারের দাবি, জেরায় সব স্বীকার করেছে মুর্তাজা৷ যদিও মুর্তাজার পরিবারের অভিযোগ, প্রবল অত্যাচার চালিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে৷ বিচারের নামে প্রহসন চালানো হয়েছে৷ মুর্তাজার কি ফাঁসি হবে ? নাকি তার শিরচ্ছেদ করা হবে প্রকাশ্যে ? ভয়ঙ্কর সেই শাস্তির পদ্ধতি নিয়ে চলছে জল্পনা৷ ততই বাড়ছে উদ্বেগ৷ মানবাধিকার সংগঠনগুলি সোচ্চার হতে শুরু করেছে৷

মতিহার বার্তা ডট কম  ০৮ জুন  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply