শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
মোবাইলে স্ত্রীর ভাইকে পেটানোর শব্দ শোনানো নিউটন কারাগারে

মোবাইলে স্ত্রীর ভাইকে পেটানোর শব্দ শোনানো নিউটন কারাগারে

মতিহার বার্তা ডেস্ক : যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে তার আর্তনাদ এবং পেটানোর শব্দ মোবাইল ফোনে শ্যালককে শুনিয়েছিলেন স্বামী হাছান আল হাবিব নিউটন। লালমনিরহাট শহরের সাপটানা এলাকায় গৃহবধূকে নির্যাতনের এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ব্যাপক আলোচিত হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তার পাষন্ড স্বামী হাছান আল হাবিব নিউটনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার সকালে লালমনিরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডলের আদালতে নিউটন জামিন আবেদন জানালে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ঘটনায় গত ৩১ মে লালমনিরহাট সদর থানায় হাছান আল হাবিবসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন ইভার বড় ভাই মো. হাবিবুর রহমান।

নির্যাতনের শিকার গৃহবধূ খুরশিদা আক্তার ইভা রংপুর জেলার পীরগাছা উপজেলার গুয়াবাড়ী এলাকার মৃত. ইউসুফ আলীর মেয়ে। লালমনিরহাট পৌর শহরের সাপটানা এলাকার আব্দুস ছাত্তারের একমাত্র ছেলে হাছান আল হাবিব নিউটনের (২৮) সাথে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর খুরশিদা আক্তার ইভার বিয়ে হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ৩০ মে খুরশিদা সকাল ১১টার দিকে হাছান আল হাবিব তার দুই বোনের কুপরামর্শে ২ লাখ টাকা যৌতুকের জন্য খুরশিদা আক্তার ইভাকে শারীরিক নির্যাতন করে। শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি এক পর্যায়ে ইভার স্পর্শকাতর স্থান সমূহেও নির্যাতন করা হয়। নির্যাতনের ভয়াবহতা ইভার একমাত্র ভাই হাবিবুর রহমানের মোবাইল ফোনের সাথে হাছান আল হাবিব কলরেকর্ড চালু রেখে বউকে নির্যাতন ও আর্তচিৎকার শোনান। স্বামী ও দুই ননদের অমানুষিক নির্যাতনে গুরুতর অসুস্থ শরীর নিয়ে ইভা প্রথমে লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ইভা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাবার বাড়িতে রয়েছেন।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মৃগেন্দ্র চন্দ্র রায় বলেন, ইভাকে নির্যাতনকারী প্রধান আসামি হাছান আল হাবিব নিউটন রবিবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডলের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আত্মগোপনে থাকা অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মতিহার বার্তা ডট কম – ০৯ জুন- ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply