শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
অণ্ডকোষ খেলে শরীরে অন্যরকম শক্তি ভেবে নিজের অণ্ডকোষ কেটে ফেললেন যুবক

অণ্ডকোষ খেলে শরীরে অন্যরকম শক্তি ভেবে নিজের অণ্ডকোষ কেটে ফেললেন যুবক

মতিহার বার্তা ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজের অণ্ডকোষ কেটে ফেলেছেন এক যুবক। গত বুধবার ঈদের দিন সন্ধ্যায় উপজেলার শালিকা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম রাজীর আহম্মেদ রাজু (২৫)। তিনি উপজেলার শালিকা গ্রামের খায়রুল ইসলামের ছেলে। রাজীব এক সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে থেকে মাদকাসক্ত রাজীব। পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মাদক নিরাময় কেন্দ্রে রেখে আসেন। দুই বছর পর সেখান থেকে ফিরে পুনরায় মাদক সেবন শুরু করেন রাজীব। ঈদের আগের দিন নিজ গ্রামের পাশের এক বাড়িতে একটি ছাগলকে খাসি করাতে দেখেন রাজীব। এ সময় স্থানীয় একজনকে সেই ছাগলের অণ্ডকোষ খেয়ে ফেলতে দেখেন। ওই ব্যক্তি রাজীবকে জানান অণ্ডকোষ খেলে শরীরে অন্যরকম শক্তি হয়।

এ অবস্থায় ঈদের দিন সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের অণ্ডকোষ কেটে ফেলেন রাজীব। ঘরের দরজার নিচ দিয়ে রক্ত বের হয়ে আসলে পরিবারের লোকজন ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন রাজীবকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবের চাচা মো. নূরুজ্জামান বলেন, রাজীব অণ্ডকোষ কেটে ফেলেছে ঠিকই কিন্তু খায়নি। নেশাগ্রস্ত অবস্থায় কেটে ফেলেছে নিজের অণ্ডকোষ। তাকে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সুস্থ আছে রাজীব।

জানতে চাইলে স্থানীয় মহিষমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়া বলেন, অনেকদিন ধরে রাজীব মাদকাসক্ত। এর আগে নেশাগ্রস্ত অবস্থায় নিজের স্ত্রীর মাথায় আঘাত করেছেন। সেই ঘটনায় শালিস হয়েছে। এরই মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় নিজের অণ্ডকোষ কেটে ফেলেছে। শুনেছি এখন সুস্থ আছে।

মতিহার বার্তা ডট কম – ০৯ জুন- ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply